শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: অবশেষে কোচবিহারে (Cooch Behar News) তৈরি হল তৃণমূলের (TMC) স্থায়ী জেলা অফিস। তৃণমূল গঠনের পর এই প্রথম কোচবিহারের নিউটাউন এলাকায় হল তৃণমূলের স্থায়ী জেলা অফিস (TMC Party Office)। এতদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় অস্থায়ী পার্টি অফিস করে দলের কাজকর্ম সামলাতেন জেলা সভাপতিরা। শনিবার কোচবিহারের নিউটাউন এলাকায় উদ্বোধন হল তৃণমূলের দ্বিতল জেলা পার্টি অফিসের। ছিলেন রাজ্যের তিন মন্ত্রী মলয় ঘটক, উদয়ন গুহ, পুলক রায়।
দল গঠনের ২২ বছর পর কোচবিহারে পার্টি অফিস পেল তৃণমূল
তৃণমূল গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ২৪ বছর। ১১ বছর ধরে, রাজ্যে ক্ষমতায় ঘাসফুল শিবির। কিন্তু এতদিন পর কোচবিহার জেলায় উদ্বোধন হল তৃণমূলের স্থায়ী জেলা পার্টি অফিসের। প্রায় দু’মাস আগে কোচবিহার জেলা তৃণমূলে ব্যাপক রদবদল হয়েছে। পার্থপ্রতিম রায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে। রদবদলের দু’মাস পর, স্থায়ী জেলা পার্টি অফিস পেল কোচবিহার।
কোচবিহারে তৃণমূলের প্রথম স্থায়ী জেলা অফিস নিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "আগামী বৃহস্পতিবার পার্টি অফিসের রেজিস্ট্রি, কুপন ছাপিয়ে করব, অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে।" যদিও শাসকদলকে খোঁচা দিয়েছে বিজেপি (BJP)। জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "তৃণমূলের ক্লাব কালচার, সেটা বেশিদিন টিকবে না, পার্টি অফিসও বেশিদিন টিকবে না।"
আরও পড়ুন: Bangladesh: মহালয়ার দুপুরে নৌকাডুবি বাংলাদেশে, আট শিশু-সহ মৃত কমপক্ষে ২৪
গত কয়েক বছরে, কোচবিহারে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে, বদলেছে দলের জেলা অফিসের ঠিকানাও। রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি থাকাকালীন, কোচবিহারের মা ভবানী চৌপথীতে ছিল তৃণমূলের অস্থায়ী জেলা অফিস। বিনয়কৃষ্ণ বর্মন জেলা সভাপতি হওয়ার পর, মা ভবানী চৌপথীর অফিসেই দলের কাজকর্ম সামলাতেন।
কোচবিহারে তৃণমূলের জেলা নেতৃত্বেও রদবদল
এর পর সভাপতি হন পার্থপ্রতিম রায়। তিনি নিজের বাড়ি থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন। গিরীন্দ্রনাথ বর্মনের আমলে আবার গোলবাগান এলাকায় একটি ভাড়াবাড়িতে তৈরি হয় জেলা সভাপতির অফিস। ১ অগাস্ট গোলবাগানে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন পার্থপ্রতিম রায়। ঘটনাচক্রে সেদিনই জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়। বন্ধ হয়ে যায় সেই অফিসও। নতুন জেলা সভাপতির দায়িত্ব পান অভিজিৎ দে ভৌমিক।