শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না বলে হুমকি দিলেন উদয়ন গুহ। গতকাল দিনহাটার (Dinhata) আমবাড়িতে দলীয় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, লোকসভায় হেরেছি, বিধানসভায় হেরেছি, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না।
উদয়ন গুহ-র যে মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক বিরাজ বসুর কটাক্ষ, মন্ত্রী হওয়ার যে শপথ নিয়েছিলেন, সেটা ভুলে গেছেন উদয়ন গুহ। ছেলে পড়াশোনা না করলে মা অনেক সময় বলে খেতে দেব না, তা বলে কি খেতে দেয় না, সাফাই রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের।
উদয়নের বিস্ফোরক মন্তব্য
বিরোধীদের বিরুদ্ধে এর আগেও একাধিক মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ। যখন রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট, সেই সময় ফের একবার তাঁর মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে। উদয়ন যেখানে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, 'যেগুলো বলা যায় না সবসময় সেটাই বলছি, এই রাস্তা তখনই হবে যখন আমরা (তৃণমূল) পঞ্চায়েত ভোটে ভাল ফল করব। আপনারা আমাদের লোকসভা নির্বাচনে ভোট দেননি। যাকে ভোট দিয়েছেন, তিনি আপনাদের জন্য কী করেছেন ?'
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, 'তৃণমূল যে কিছুই কাজ করেনি, শুধু কাটমানি আর জনগণের সম্পত্তি লুঠ করেছে, এই বক্তব্য তা আরও একবার প্রমাণ করে দিচ্ছে। যদি কিছু করতেন, তাহলে মানুষকে শাসানোর দরকার হত না। মানুষ জানেন তৃণমূল থাকলে কাজ হবে না, বরং গেলেই হবে। তাই আবহাওয়া খারাপ বুঝে মানুষকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা।' সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেছেন, 'অপরাধীদের দলের থেকে তো অপরাধীদের মতোই ভাষা বেরোবে। গণতন্ত্র মানে না এরা। মানুষ এবার এদের বিদায় দেবেন।' যে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেছেন, 'হয়তো রাজনৈতিক অভিমানের জায়গা থেকে কথাটা বলেছেন। কাজ করার পরও রাজনৈতিক ফলাফল পক্ষে না গেলে অভিমান হওয়ার জায়গা তৈরি হয়। তেমনটাই হয়েছে সম্ভবত। '
আরও পড়ুন- বেপরোয়া গতিতে এসে লরিতে সজোরে ধাক্কা SUV-র, ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে, মৃত ৪, আহত ২