আমদাবাদ : কার্যত অসাধ্যসাধন। রিঙ্কু সিংহের (Rinku Singh) মহাকাব্যিক পাঁচ ছক্কার ঘোর এখনও কাটেনি ক্রিকেটপ্রেমীদের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের পাঁচ বলে রিঙ্কু পাঁচটা ছক্কা হাঁকিয়ে যখন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জেতালেন তখন সবার আগে ছুটে মাঠে ঢুকে এসেছিলেন অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। অবশ্য রিঙ্কু খেলতে নামার আগে তাঁর আবদারে পুরো সায় ছিল না নীতীশের। তবে ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে একগাল হাসিতে নাইট অধিনায়কের বক্তব্য, ভাগ্যিস মেনে নিয়েছিলেন রিঙ্কুর কথা। পাশাপাশি নীতীশের অত্যন্ত পছন্দের যে জিনিসের জন্য আবদার করেছিলেন, রিঙ্কু, সেটা তাঁকে উপহার হিসেবেই তুলেও দিলেন নাইট রাইডার্স অধিনায়ক।
খেলা শেষে নীতীশ রানা নিজেই জানালেন, তাঁর আগের ম্যাচ ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন রিঙ্কু সিংহ। গুজরাত ম্যাচেই ব্যাট বদলেছিলেন নীতীশ। তার আগে দীর্ঘদিন এই ব্যাটই ছিল তাঁর সঙ্গী। গোটা ঘরোয়া টি ২০ মরসুম তথা সৈয়দ মুস্তাক আলি ট্রফি ব্যাটটিতে খেলেছিলেন নীতীশ। গতবারের আইপিএলের শেষ কয়েকটি ম্যাচের পাশাপাশি এবারের মরসুমের প্রথম দুটো ম্যাচেও ব্যাটটা ছিল নীতীশের সঙ্গী। তিনি গুজরাত ম্যাচে খেলার জন্য ব্যাট বদলানোয় রিঙ্কু সিংহ তাঁকে আবদার করেছিলেন ব্যাটটি তাঁকে ব্যাটিংয়ের সময় দিতে। খুব একটা মন থেকে সায় না থাকলেও রিঙ্কুকে বারণ করেননি নীতীশ। নাইট অধিনায়কের পছন্দের ম্যাচ ব্যাটই যে রিঙ্কু নেবেন, সেটা বুঝতেই পেরেছিলেন নীতীশ। তুলনামূলক হালকা ও ভাল স্ট্রোক প্লে-র জন্য় ব্যাটটা নীতীশের মনের খুব কাছের। স্বাভাবিকভাবেই শুরুতে তাই মন খুলে সতীর্থ চাইলেও হ্যাঁ-না কিছুই বলেলনি নীতীশ। ম্যাচ শেষে সেই কথা খোলাখুলি স্বীকারও করে নিয়েছেন তিনি। পাশাপাশি একগাল হেসে স্রেফ জানিয়েছেন, 'এই ব্যাটটা তো আর আমার নয়, রিঙ্কু ব্যাট এটা এবার থেকে।'
শেষ ওভারে জয়ের জন্য ২৯ রানের প্রয়োজন ছিল। প্রথম বলে উমেশ যাদব এক রান নেন। তার পর কার্যত অবিশ্বাস্যভাবে যশ দয়ালের পাঁচ বলে পাঁচ ছয় মেরে কেকেআরকে তিন উইকেটে ম্যাচ জেতান রিঙ্কু সিংহ। আইপিএলে মাত্র দ্বিতীয়বার নাইটরা দুইশোর অধিক রান তাড়া করে ম্যাচ জেতে। গুজরাতের বিরুদ্ধে ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার রিঙ্কু। তবে তাঁর শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করা ঢুকে পড়েছে আইপিএলের ইতিহাসে। পাশাপাশি আবদারের জায়গা থেকে অধিনায়ক নীতীশের ব্যাট পুরস্কার হিসেবে নিজের করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন- অধিনায়কের ভরসা ও নিজের দক্ষতায় আস্থাই সাফল্যের চাবিকাঠি, দাবি কেকেআর তারকা রিঙ্কুর