শুভেন্দু ভট্টাচার্য,তুফানগঞ্জ: এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে এ বার উত্তেজনা তুফানগঞ্জে (Tufanganj News)। সেখানে বিজেপি (BJP)বিধায়ক মিহির গোস্বামীকে (Mihir Goswami) ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। বিধায়কদের ভলিবল টুর্নামেন্ট বানচাল করতেই তৃণমূল কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গন্ডগোল বাধাচ্ছেন বলে অভিযোগ মিহিরের। প্রতিক্রিয়া জানায়নি শাসকদল।


তুফানগঞ্জে মিহিরকে দেখে গো ব্যাক স্লোগান


কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা। চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড়ের ঘটনা। সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দলীয় কার্যালয়ে ঢুকে তাদের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রবিবার সকালে এলাকায় মিছিল বের করে তৃণমূল। সেই নিয়েই উত্তেজনা ছড়ায়। 


এ দিন সকাল থেকে নাটাবাড়িতে এমেলে কাপ ভলিবল টুর্নামেন্টও চলছে। সেখানে উপস্থিত ছিলেন মিহির। তাঁকে দেখে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেন বলে অভিযোগ। মিহিরেরে দাবি, টুর্নামেন্ট বানচাল করাই আসল লক্ষ্য। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ তুলে মিছিল করে শাসকদল। তৃণমূলের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 


আরও পড়ুন: DA Agitation: ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি, বকেয়া DA'র দাবিতে আন্দোলনে অনড়


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই উত্তেজনা ছড়ায়। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে উৎপাত চালানো হয়। তার পর সকাল হতে পরিস্থিতি তেতে ওঠে। টুর্নামেন্টের কাছে মিহিরকে দেখে গো ব্যাক স্লোগান তোলা হয়। ঘটনাস্থলে ছিল তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বিজেপি-র দুষ্কৃতীরা কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও বিজেপি-র দাবি, নিজেরাই পতাকা-ফ্লেক্স ছিঁড়ে মিথ্যে অভিযোগ তুলছে।


গতকাল রাত থেকেই উত্তেজনা, দাবি স্থানীয়দের


সম্প্রতি রাজ্য বিধানসভাতেও শাসকদলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মিহির। তাঁকে মিহির খোঁচা দিয়েছেন বলে অভিযোগ করেন রাজ্য অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিহির যদিও অভিযোগ অস্বীকার করেন। তার পরই রবিবার এই ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই পারদ চড়ছে বঙ্গ রাজনীতির। সেই আবহেই তাদের দলীয় কার্যালয়ে ঢুকে রাতের অন্ধকারে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি যদিও অভিযোগ মানতে নারাজ। আর সেই নিয়েই উত্তপ্ত হল পরিস্থিতি।