কলকাতা: দলের একাংশের বিরুদ্ধে এবার বিস্ফোরক উদয়ন গুহ। 'মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন, কিন্তু কিছু নেতারা সেই দুধে চোনা মিশিয়ে দিচ্ছে, ভোট নষ্ট করছে এমন নেতার আমার দরকার নেই', দিনহাটার খট্টিমারির সভা থেকে কড়া বার্তা উদয়নের। দলের একাংশের বিরুদ্ধে সরাসরি টাকা তোলার অভিযোগ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। জেলার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে জনসংযোগ থেকে সালিশি- নাম করে 'টাকা তোলা' হচ্ছে বলে অভিযোগ তাঁর।
উদয়ন গুহ বলেন, 'বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিশি সভায় যাচ্ছেন। কেউ কেউ ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন। কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না। আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন। এসব লোকেদের দিকে আমাদের নজর রাখতে হবে।' বিজেপি থেকে আসা সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও বার্তা দিয়েছেন মন্ত্রী।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কটাক্ষ, 'উদয়নবাবু যে কথা বলছেন তাতে ঠগ বাছতে গা উজাড় হয়ে যাবে। দলটাই তো এখন টাকা তোলার দল হয়ে গিয়েছে।'
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের তোপ, 'উদয়ন গুহ এই সময়কালে যত কথা বলেছেন তা কোনও সভ্য সমাজে বলার মতো কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সংস্কৃতি যেভাবে তৈরি করেছেন। উদয়ন গুহ তার উজ্জ্বন নক্ষত্র হিসেবে সামনে এসেছেন। কী উন্নয়নমূলক কাজ করেছেন? এখন যে বন্যায় ভেসেছে সারা রাজ্য। গত ১৩ বছরে কোনও খাল, নদীর ড্রেজিং হয়নি....কিছু নেচা চোনা ঢালছেন? সবচাইতে বেশি চোনা তো উনি ঢালছেন...'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে