শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এলাকার বিধায়ক, রাজ্যের একজন মন্ত্রী। কিন্তু, তাঁর এলাকাতেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে তৃণমূলের দু'টো পার্টি অফিস। গত পঞ্চায়েত নির্বাচনে, দিনহাটা বিধানসভার ভেটাগুড়ি ১ ও ভেটাগুড়ি ২, অঞ্চল দু'টি বিজেপি দখল করেছে।
তৃণমূলের অভিযোগ, এরপর বিজেপির সন্ত্রাসের কারণেই ভেটাগুড়ি স্টেশনের কাছের পার্টি অফিস ও ভেটাগুড়ি বাজারের কাছে আরও একটি পার্টি অফিস, খুলতে পারছেন না তাঁদের নেতা-কর্মীরা। কিন্তু তা খোলা হবে, তাও এই মাসেই, হুঁশিয়ারি উদয়ন গুহর।
পার্টি অফিস খোলানিয়ে এবার সরাসরির চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ভেটাগুড়িতে তৃণমূলের দুটি পার্টি অফিস খোলা নিয়ে, নাম না করে নিশীথ প্রামাণিককেই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। একেবারে নিজস্ব কায়দায় বললেন ' চ্যালেঞ্জ দিয়ে খুলব, কারও যদি দম থাকে, কারও য়দি ক্ষমতা থাকে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই পদেই থাকুক...' এভাবেই নাম না করে নিশীথকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী উদয়ন।
ডিসেম্বরেই ভেটাগুড়ির দু'টি বন্ধ পার্টি অফিস খোলা হবে বলে জানালেন উদয়ন। এই ভেটাগুড়িতেই বাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাই পার্টি অফিস খুললে যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীই দায়ী থাকবেন বলে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। উদয়ন বলেন, 'যদি আইনশৃঙ্খলার চরম অবণতি ঘটে, তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপির জেলা নেতারা।'
কেন খোলা যাচ্ছে না অফিস দুটি ? উদয়নের অভিযোগ, ' খুলতে পারছে না মানে, খোলাও হয়েছিল। কিন্তু সেদিনই দেখা গেছে, যারা পার্টি অফিসে গিয়ে বসেছিল, তারা আক্রান্ত হয়। একদম পরিষ্কার আলোতে তারা গিয়ে আক্রমণ করেছিল আমাদের নেতাকর্মীদের। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। এবার আমরা এই মাসে ভেটাগুড়ির দুটো পার্টি অফিস খুলব।'
পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের জবাব, মানুষ সঙ্গে নেই, তাই পার্টি অফিস খুলতে পারছে না তৃণমূল। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের মন্তব্য, ' রাজ্য সরকারের পুলিশ এখানে আইনশৃঙ্খলা দেখাশোনা করেন, এখানে কোনও কেন্দ্রীয় পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নেই। তাই, সেখানে যদি আইনশৃঙ্খলার কোনও অবণতি হয়, তো দেখার দায়িত্ব রাজ্যপুলিশের।'
লোকসভা ভোটের আগে কি উদয়ন নিজের চ্যালেঞ্জ ধরে রাখতে পারবেন ?
আরও পড়ুন :
গ্যাসের জন্য KYC করতে চাইছেন, লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই করা যাবে বিনামূল্যে ?