শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের গীতালদহ। গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত এলাকা। 


স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে পঞ্চমীর রাতে অশান্ত হয়ে ওঠে গীতালদহের মরাকুঠি এলাকা, চলে গুলি। 


হামলা চালিয়েছে দলেরই এক গোষ্ঠী, অভিযোগ করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন দিনহাটা ১এ ব্লকের তৃণমূল সভাপতি। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৫ জন। 


এউ প্রেক্ষিতে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানান, সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি করলে এমনই হয়। 


আরও পড়ুন: দিনহাটায় নিশীথ প্রচারে এলে লাভ তৃণমূলের, কটাক্ষ উদয়নের, পাল্টা খোঁচা বিজেপির


তিনি বলেন, পাশেই বাংলাদেশ সীমান্ত। সেখানে সবসময় উত্তেজনা থাকে। আর এখন এসব করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যাতে লোকে ভোট দিতে না আসে।


প্রসঙ্গত, ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা-সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এবার গেরুয়া শিবিরের প্রার্থী হলেন অশোক মণ্ডল। তাঁর লড়াই তৃণমূলের উদয়ন গুহ ও ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফের সঙ্গে।


২০০৬-এর বিধানসভা ভোটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন গুহকে হারান তৎবকালীন তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল।
সেই সময় উত্তরবঙ্গের একমাত্র তৃণমূল বিধায়ক ছিলেন তিনি।


অশোক মণ্ডলের বাবা প্রয়াত উমেশচন্দ্র মণ্ডল, ১৯৫৭-র বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে হারান উদয়ন গুহর বাবা ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রয়াত কমল গুহকে।


আরও পড়ুন: দিনহাটায় উপনির্বাচনে মমতার ভরসা উদয়ন, নাম ঘোষণা হতেই উৎসব আবহ


২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, দিনহাটার তৃণমূল নেতা অশোক মণ্ডল। সেই তাঁকেই এবার প্রার্থী করল বিজেপি। 


এবার বিধানসভা ভোটে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে জেতে বিজেপি। বিধায়ক পদে নিশীথ প্রামাণিক ইস্তফা দেওয়ায়, কোচবিহারের এই কেন্দ্রে উপনির্বাচন ৩০ অক্টোবর।


বিজেপি প্রার্থী বলেছেন, দিনহাটায় শান্তি ফেরাতে উদয়ন গুহকে হারানো জরুরি, সুষ্ঠুভাবে ভোট হলে মানুষ বলছে ২০০৬-এর পুনরাবৃত্তি হতে পারে, বামফ্রন্ট ক্ষমতায় থাকলে উনি তৃণমূলে যেতেন না।