শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: টানা চুরির ঘটনা কোচবিহারের দিনহাটার বাজারে। দিনহাটার (Dinhata) নিগমনগর বাজারে পরপর দুটি দোকানে চুরির (stolen) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতেই এই চুরির ঘটনা দুটো হয়েছে। ব্যবসায়ীরা আজ সকালে সেখানে এসে দেখতে পান যে দুটো দোকানেরই শাটার ভাঙ্গা। এছাড়াও যাবতীয় জিনিসপত্র সব অগোছালো হয়ে পড়ে রয়েছে।
কী চুরি হয়েছে?
সূত্রের খবর, সেই বাজারে একাধিক দোকান রয়েছে, তার মধ্যে একটি সোনার দোকান ও একটি জামার দোকানে চুরির ঘটনা হয়। ব্য়বসায়ীদের দাবি সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৩ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে দুটো দোকান থেকে। তবে এখনও পুরো বিষয়টা তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ।
বারুইপুরে হাত পা বেঁধে ডাকাতি
হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বারুইপুরে। বেতবেরিয়া নস্কর পাড়াতে বাঁশি নস্করের বাড়িতে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ একটি ডাকাতদল বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক লুটপাট চলায়। বাড়ির চার সদস্যের হাত মুখ বেঁধে প্রায় ১ ঘণ্টা ধরে চলে লুটপাট। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুটপাট করে পালিয়ে যায় ডাকাত দলটি। শুক্রবার সকালে ঘটনাস্থলে তদন্তে জান এসডিপিও ও আইসি বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
সোনারপুরেও চুরি
সোনারপুর (Sonarpur) থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। নগদ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দুঃসাহসিক চুরির ঘটনা। সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকানের মালিক। জানা গিয়েছে, গত ৩রা এপ্রিল দোকানের কর্মচারীরা দোকানে এসে দেখেন শার্টার কিছুটা বাঁকানো রয়েছে। তাঁরা দোকানের ভিতর ঢুকে দেখেন দোকান থেকে সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। নগদ যা রাখা ছিল, সমস্ত কিছুর সঙ্গে গায়েব সমস্ত মোবাইল ফোন। দ্রুত সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক সূর্যসারথি ঘোষ। বুধবার এই দুঃসাহসিক চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। চুরির ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।