শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহর : পুরভোটের মুখে উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ হুঁশিয়ারির বিরোধিতা করে কোতয়ালি থানায় হিংসায় ইন্ধনের মামলা রুজু করল বিজেপি। উদয়নের বক্তব্য ব্যক্তিগত মত। দল তাকে সমর্থন করে না। এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক এই সব বিতর্কে আমল দিতে নারাজ।
পুরভোটের প্রস্তুতিতে রবিবার কোচবিহারের দিনহাটা (Dinhata) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভা করে তৃণমূল । আর এই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ। পুরভোটে তৃণমূলকে ভোট না দিলে যে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দেন তিনি। বলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার। সেকথাটা যেন মাথায় থাকে। দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।
পুরভোটের মুখে উদয়ন গুহর হুঁশিয়ারি ঘিরে সরগরম কোচবিহার জেলার রাজনীতি। দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হিংসায় ইন্ধনের অভিযোগ তুলে, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন ; ‘সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প’, হঁশিয়ারি উদয়নের
কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, দুয়ারে সরকার, দুয়ারে মদ শুনেছি। এখন দুয়ারে প্রহার। উদয়ন গুহ বিধায়ক, সংবিধান জানেন। প্রকাশ্য সভায় এভাবে হুমকি দেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনে মামলা রুজু করা যায়। সেই মামলা রুজু করলাম। দেখা যাক পুলিস প্রশাসন কী ব্যবস্থা নেয়। আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছি।
পুরভোটের প্রস্তুতি নিয়ে রবিবার কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।
যদিও উদয়ন গুহর এই বক্তব্য ব্যক্তিগত। দল তা কখনোই সমর্থন করে না বলে জানিয়েছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, এই বক্তব্য দল সমর্থন করে না। ওর ব্যক্তিগত মত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী দুয়ারে সরকার প্রকল্পকে ড্যামেজ করছে এই মন্তব্য। এটা বলা উচিত হয়নি।
যদিও এই সব বিতর্কে গুরুত্ব দিতে নারাজ উদয়ন। তিনি বলেন, ওরা কোতয়ালি থানায় অভিযোগ করল কেন? আমি তো দিনহাটায় বক্তব্য রেখেছিলাম। দিনহাটায় অভিযোগ করল না কেন? আমি ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। রাজ্য নেতারাও শুনেছেন। কিছু বলার থাকলে তাঁদের কাছে বলব।
এনিয়ে বিজেপি যুব মোর্চা-র রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, দুয়ারে সরকার হওয়ার কথা। যারা দুয়ারে প্রহার করছে, তাদের মানুষের প্রতি ভরসা নেই। তাই মানুষকে ভয় দেখাচ্ছে।
দিনহাটা উপনির্বাচনে রাজ্য বিধানসভার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনিই কিনা ভোটারদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন!