শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার): কোচবিহারের তুফানগঞ্জে (Tufanganj) সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। তৃণমূলের দুর্নীতি ঢাকতেই মিথ্যা অভিযোগ, দাবি বিজেপির। 


চাঞ্চল্যকর অভিযোগ: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন বিজেপি নেতা। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে (West Bengal) তোলপাড় চলাকালীন এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের বাসিন্দা হিতেন্দ্রনাথ সরকার। তাঁর দাবি, স্বাস্থ্য দফতরে মেয়ের চাকরির জন্য ৬ বছর আগে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিজেপি নেতা মনোরঞ্জন বর্মনকে ৪৫ হাজার টাকা দেন। 


চাকরি না মেলায়, টাকা ফেরত চাওয়ায়, বিজেপি নেতা হুমকি দেন বলেও অভিযোগ। অভিযোগকারী হিতেন্দ্রনাথ সরকারের কথায়, ৬ বছর আগে মেয়ের স্বাস্থ্য দফতরে চাকরির জন্য বিজেপি নেতাকে টাকা দিই, চাকরি হয়নি, টাকা চাইতে গেলে হুমকি দেয়, থানায় অভিযোগ করেছি।


আরও পড়ুন: Coal Smuggling : দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের মুখোমুখি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা


 অভিযোগ দায়ের: পুরনো অভিযোগ নিয়ে বুধবার বিজেপি নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত মনোরঞ্জন বর্মন বর্তমানে বিজেপির ৩০ নম্বর মণ্ডলের সম্পাদক। তাঁর দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া সত্ত্বেও রাজি না হওয়ায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি-দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। 


 কোচবিহারের তৃণমূলের সাধারণ সম্পাদক রাহুল রায়ের কথায়, কল্যাণী এমসেও (Kalyani AIIMS) বিজেপি নেতা-মন্ত্রীর আত্মীয়েরা চাকরি পেয়েছে...পোস্ট অফিসে, রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, এটা বিজেপি করছে। 


আরও পড়ুন: Calcutta High court: ‘সম্প্রীতি রক্ষা করুন’ রাজ্যে অশান্তির প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের


কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক উত্পল দাস জানিয়েছেন, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের নামে চাকরি দেওয়ার নামেপ্রতারণা দুর্নীতির অভিযোগ। খোঁজ নিয়ে দেখব। তবে মনে হয় না সরকারি চাকরির জন্য কেউ বিজেপির মণ্ডল নেতাকে টাকা দেবে। এটা হাস্যকর। SSC দুর্নীতি মামলাকে সামনে রেখে তুফানগঞ্জে চাকরি-দুর্নীতির অভিযোগ ঘিরে বিজেপি-তৃণমূল চাপানউতোর তুঙ্গে।