হিন্দোল দে, কলকাতা: নেতাজিনগরে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর মৃত্যু ঘিরে দানা বাঁধল রহস্য। বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মৃতদেহ। প্রতিবেশীদের অনুমান, ঝাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হন ষাটোর্ধ্ব ব্যক্তি। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। 


স্ত্রীর মৃত্যুবার্ষিকীর একদিন পর স্বামীর রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে উদ্ধার হল রক্তাক্ত মৃতদেহ । বুধবার সকালে নেতাজিনগরের (Netajinagar) খানপুর মোড়ের কাছে এই বহুতলের নীচ থেকে উদ্ধার হয়, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী সত্যেন্দু সরখেলের মৃতদেহ । ৬২ বছরের ওই ব্যক্তি একাই থাকতেন বহুতলের চারতলার ফ্ল্যাটে ।


এ দিন সকাল পৌনে নটা নাগাদ, ওপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পান আবাসনের বাসিন্দারা। প্রতিবেশীরা বহুতলের নীচে গিয়ে দেখেন, উপুড় হয়ে পড়ে আছেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী । রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এম আর বাঙুর হাসপাতালে (Bangur Hospital) তাঁকে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয় ।


মৃতের প্রতিবেশী শ্যাম শর্মার কথায়, সকালে কে একজন বসে ছিল ছাদে । উনি ঘরে ঢুকে যান । ১০-১৫ মিনিট পরে আওয়াজ পাই। দেখি মুখের একটা অংশ ফেটে গেছে। চারতলায় একা থাকতেন । 


প্রতিবেশীদের অনুমান, ছাদ থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি । মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে ডিপ্রেসনে ভুগছিলেন সত্যেন্দু সরখেল। মঙ্গলবার ছিল স্ত্রীর মৃত্যুবার্ষিকী।


তার পরের দিন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর মৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদে উঠে ঝাঁপ দেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বহুতলের ছাদের কংক্রিটের রেলিংয়ে পায়ের ছাপ মিলেছে। মৃত ব্যক্তির পায়ের ছাপ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন: BJP MLAs : বিধানসভায় সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক