নয়াদিল্লি: কাটরা থেকে জম্মু (Jammu) যাওয়ার পথে যাত্রীবাহী বাসে আগুন। কাটরা (Katra) থেকে দেড় কিলোমিটার দূরে খারমাল নামে একটি জায়গায় কাছে যাত্রীবাহী বাসে (Bus) আগুন ধরে যায়। 


হতাহত কতজন:
এএনআই সূত্রে খবর, বাসে তীর্থযাত্রীরা ছিলেন। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছে কয়েকজন বাসযাত্রীর। কুড়ি জনেরও বেশি জখম। জখম ব্যক্তিদের কাটরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আশঙ্কাজনক।


 






কী ভাবে আগুন: 
পুলিশ সূত্রের খবর, বাসের ইঞ্জিনে (Engine) আগুন ধরে যায়। সেখান থেকে দ্রুত গোটা বাসে আগুন ধরে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছেছে পুলিশ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। এলাকায় পৌঁছেছে ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরণের তত্ত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। 


মন্ত্রীর আশ্বাস:
ওই ঘটনায় জখম ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)  জম্মু-কাশ্মীর পুলিশের (JK Police) সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। 






এর আগেও দুর্ঘটনা:
চলতি বছরের এপ্রিলে জম্মু কাশ্মীরের রামনগরে রাস্তা থেকে খাদে পড়ে যায় একটি বাস। ওই ঘটনায় মারা গিয়েছিলেন দুইজন পর্যটক। খাদে গাড়ি পড়ে যাওয়ার একাধিক দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরে। এর আগে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। রামবান এলাকায় রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। রাজৌরিতেও স্থানীয় এক বাসিন্দার গাড়ি পড়ে গিয়েছিল খাদে। তারপর এবার মর্মান্তিক বাস দুর্ঘটনা।   


আরও পড়ুন: নিম্নমুখী দেশে করোনায় দৈনিক মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯