শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের খোলা বিদ্যুতের তার কাড়ল তরতাজা প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ ২ ব্লকে। ওই এলাকায় মহিষকুচি-২গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি বাজার সংলগ্ন এলাকায় একটি জায়গায় ঝুলে ছিল বিদ্যুতের একটি তার। সেখানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক স্থানীয় ব্যক্তি। মৃতের নাম নাড্ডা সরকার, বয়স ৬০ বছর। গোটা ঘটনায় বিদ্যুৎ দফতরের (electricity department) গাফিলতির দিকে অভিযোগের আঙুল উঠেছে। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই ঘটনা ঘটে।  


বারবার বলেও হয়নি কাজ:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকোয়ামারি এলাকায় জমি থেকে ৩-৪ ফুট উচ্চতায় ঝুলে রয়েছে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। সাধারণ মানুষজন খুব সাবধানে এই জায়গায় চলেফেরা করেন। গত কয়েক মাসে আগেও একই জায়গায় একই কারণে প্রাণ গিয়েছে একটি গরুর। তারপরে বিদ্যুৎ দফতরকে তার সরানোর জন্য জানানো হয়েছিল। তবুও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। সেই কারণে ফের এদিন এমন মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটল বলে অভিযোগ।


এদিনই প্রায় একই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক হোমগার্ডের। কলাইকুন্ডা পুলিশ ফাঁড়িতে ছ' মাস ধরে কর্মরত ছিলেন ষষ্ঠী রায় নামে ওই হোমগার্ড। গতকাল ডিউটি সেরে ফাঁড়ির বাইরে একটি চা দোকানে চা খেয়ে হাতে ফোন নিয়ে কথা বলছিলেন। সেই সময় রাস্তায় পাশে থাকা একটি লোহার বৈদ্যুতিক খুঁটিতে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন বলে স্থানীয়রা জানাচ্ছেন। ফাঁড়ির পুলিশ তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়া হয়। কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে রাস্তার পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটিগুলো আছে সেগুলি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বসানো হয়েছে বলে জানা যায়।ট


আরও পড়ুন: ঘোড়ার দাপটে তটস্থ কীর্ণাহার, মালিক কোথায়? জানে না কেউ