শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সুপারের ঘরে ঢুকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারির পরেই কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। তৃণমূলের একাংশের দাবি, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার হাল দেখতে গিয়ে রোগী-হয়রানির অভিযোগ সামনে আসে।


ঘটনা কী? 


দেরিতে ডাক্তারদের আউটডোরে আসা, ঠিকঠাক পরিষেবা না দেওয়ার ছবি ধরা পড়ে। তৃণমূল নেতাদের সুপারের ঘরে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। এরপরই অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিসিয়ান মহম্মদ লতিফুল শেখকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, অভিযোগ পেয়ে ওই দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে। 


শাসকের হুঁশিয়ারির পরই প্রশাসনের অ্যাকশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করলেন সুপার। অভিযোগ, শনিবার ডিউটি থাকা সত্ত্বেও, কাউকে না জানিয়ে হাসপাতালে আসেননি অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক। সেই কারণে তাঁকে শোকজ করা হয়। অন্যদিকে, চিকিৎসক মহম্মদ লতিফুল শেখ শনিবার আউটডোরে থাকলেও, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাঁকে শোকজ করেন হাসপাতালের সুপার। সাত দিনের মধ্যে দু'জনকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এই শোকজ?

দিনহাটা মহকুমা হাসপাতালের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন না। এই অভিযোগ তুলে শনিবার হাসপাতালে আসেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি এবং তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। সেখানে দেরিতে আসায় চিকিৎসক মহম্মদ লতিফুল শেখকে রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই নেতা। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, "দুই চিকিৎসকের মধ্যে দেবজিৎ ভৌমিক অর্থোপেডিক সার্জেন উনি আনঅথোরাইজড অ্যাবসেন্ট ছিলেন সেজন্য ওনাকে শোকজ করা হয়েছে। লতিফুল শেখ উনি চিকিৎসা পরিষেবা ঠিকমতো দিচ্ছিলেন না। সেজন্য ওনাকেও শোকজ করা হয়েছে।''


এদিকে উদ্বেগপ্রকাশ করে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারের ভূমিকারও সমালোচনা করেছে তারা। তারা উল্লেখে করেছে, 'সুপারের সামনেই যে ভাবে নেতারা ডাক্তারদের শাসিয়েছেন, সেটা নিন্দাজনক। ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানোর চেষ্টা চলছে, এই প্রবণতা বিপজ্জনক। আউটডোর দেরিতে খোলা হলে, তার দায় হাসপাতাল প্রশাসনের। ডাক্তারদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ করা হোক।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Hooghly News: এবার হাসপাতালে ধানের গুদাম, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার