শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা (কোচবিহার) : কোচবিহারের দিনহাটায় উপনির্বাচনের প্রচার ঘিরে তৃণমূল-বিজেপি টানাপোড়েন । বামনহাটে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
বাজারের রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছেন তৃণমূল কর্মীরা ! মুখে মুহুর্মুহু স্লোগান ! তাঁদের সঙ্গে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের কার্যত ধস্তাধস্তির উপক্রম ! কোনওক্রমে তৃণমূল কর্মীদের ঠেলে সরিয়ে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। কিন্তু পিছু ছাড়েননি তৃণমূল কর্মীরা । কখনও বিজেপি প্রার্থীকে আঙুল উঁচিয়ে হুমকিও দিতে দেখা গেল।
চলতি মাসের ৩০ তারিখ কোচবিহারের দিনহাটা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ! সোমবার নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামনহাটে প্রচারে যান অশোক মণ্ডল। হঠাৎ তৃণমূল কর্মীরা তাঁদের ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিগ্রহও করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। এরই মধ্যে রবিবার দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র একটি মন্তব্যকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, গত নির্বাচনে ভেটাগুড়িতে তৃণমূলের এজেন্ট বসাতে দেয়নি বিজেপি। উপনির্বাচনে নয়ারহাটের ২৫টি বুথে বিজেপির এজেন্ট বসতে না দিলে, অপমানের জ্বালা ঘুচবে।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, দিনহাটায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও, মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে।
গত ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রেস্টিজ ফাইট ঘিরে রাজনৈতিক টাগ অফ অয়্যার চরম পর্যায়ে।