অমিত জানা, দাঁতন: মানবিকতার নজির! জাতীয় সড়কের পাশ থেকে অসুস্থ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দুই যুবক।


মনুষ্যত্ব চোখের দেখায় নয়, কাজে বোঝা যায়। বিজয়া দশমীতে উমা এক মায়ের বিদায় হল, আর ঠিক তারপরেই আরেক মাকে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে নতুন শাড়ি পরিয়ে  হাসপাতালে ভর্তি করে মানবিকতার নজির গড়লেন দাঁতনের দুই যুবক লক্ষ্মণ সোরেন ও দেবদুলাল মিশ্র।


স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ৬০ নং জাতীয় সড়কের ঝিনুক পলাশিয়া এলাকায় ওভারব্রিজের নিচে এক অসুস্থ বৃদ্ধাকে পুজোর সময় থেকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। কেউ বা কারা তাঁকে সেখানে ছেড়ে চলে যায়। বেশ কয়েকদিন ধরে সেই এলাকা দিয়ে মানুষজন যাতায়াত করলেও, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। অসহায় অবস্থায় রাস্তার পাশেই পড়েছিলেন ওই অসুস্থ বৃদ্ধা।


সোমবার সকালে স্থানীয়র দুই যুবক লক্ষ্মণ সোরেন ও দেবদুলাল মিশ্র ঘটনাস্থলে যান। এরপর তাঁরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে নতুন শাড়ি পরিয়ে একটি টোটো রিকশা করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।


এ ব্যাপারে স্থানীয় যুবক লক্ষ্মণ সোরেন জানিয়েছেন, ‘দাঁতন জাতীয় সড়কের নিচে কয়েকদিন আগে এক বয়স্ক অসুস্থ মহিলাকে তাঁর বাড়ির কেউ ছেড়ে দিয়ে চলে যায়। সেই খবর আমরা পাওয়ার পর বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসি।’


দাঁতন গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক অভিষেক কুণ্ডু জানিয়েছেন, ‘এক বয়স্ক মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে রক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। এরপর পুলিশে খবর দেওয়া হবে। যদি ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে।’