কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলেন লাদাখ। একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শাড়ি পরে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। নীল সাদা শাড়ি, নীল স্লিভলেস ব্লাউজে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, 'যেহেতু এত দূর এসেছ, একবার পিছন ফিরে তাকাও, এবং জীবনকে উপভোগ করো।'
সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রেন্ডিং গানের অন্যতম হচ্ছে 'ইন দ্য গেট্টো'। কিছু দিন আগে সেই মিউজিকেই পা মেলালেন মনামী। ক্যাপশনে লিখলেন, 'ইন দ্য গেট্টো..অন দ্য হিলস'। পাহাড়ের বুকে, চোখে সানগ্লাস আর জ্যাকেট-গামবুটে নিজের মুভস ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের প্রশংসায়।
আরও পড়ুন: Happy Birthday Subhashree Ganguly: 'ভালবাসা'র জন্মদিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা রাজ চক্রবর্তীর
মনামী ঘোষ মানেই যেন পায়ের তলায় সর্ষে। কাজ থেকে ফুরসত পেলেই তিনি বেরিয়ে পড়েন সফরে। যেমন পাহাড় প্রিয় তার, ততটাই প্রিয় সমুদ্র। লক্ষ্মীপুজোর আগেই লাদাখ পাড়ি দিয়েছেন মনামী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক ছবি। গতকাল সকালেই তিনি লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের সামনে থেকে ছবি পোস্ট করেছিলেন। একটি হলুদ স্কুটিতে চড়ে বসে আছেন মনামী, মাথায় লাল হেলমেট। একঝলক দেখলেই মনে পড়ে যায় 'থ্রি ইডিয়েটস'-এর শেষাংশের কথা। কনের বেশে হলুদ স্কুটিতে করে আসছেন করিনা কপূর। আর লেকের ধারে দাঁড়িয়ে আমির খান। সেই হলুদ স্কুটির সঙ্গে ছবি পোস্ট করে মনামী লেখেন, 'এই স্কুটির সঙ্গে তো একটা ছবি তুলতেই হয়।'