শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পরিষদীয় রাজনীতি থেকে এবার পুরভোটে (Municipality Election)। এবারই প্রথম পুরভোটে প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। কোচবিহার (Coochbehar) পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের (TMC) হয়ে লড়াই করছেন। সূত্রের খবর, তাঁকে মুখ করেই ভোটে লড়ছে শাসক দল। কোনও লাভ হবে না, কটাক্ষ বিজেপির। 


গ্রামীণ এলাকা থেকে এবারই ভোটার হয়েছেন কোচবিহার (Coochbehar) শহরের। আর ভোটার লিস্টে নাম তুলেই, প্রথমবার পুরভোটের (Municipality Election) লড়াইয়ে নামলেন রবীন্দ্রনাথ ঘোষ (Rabindraath Ghosh)। কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তিনি। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রীকে মুখ করেই এবারের পুরভোটে লড়ছে শাসক দল।


আরও পড়ুন: Municipality Election: সকালে ফিরহাদ, সন্ধেয় শুভেন্দু; রবিবাসরীয় প্রচারে সরগরম বিধাননগর


দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে রবীন্দ্রনাথ ঘোষের (Rabidra Nath Ghosh)। ২০১১ থেকে ১০ বছর নাটাবাড়ির তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। ২০১৬-র ভোটে জিতে উত্তরবঙ্গ (Uttarbanga) উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পান।


তবে ২০২১-এর বিধানসভা ভোটে একদা সতীর্থ মিহির গোস্বামীর কাছে পরাজিত হন। মন্ত্রী ছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। যদিও হেভিওয়েট নেতাকে পুরভোটের লড়াইয়ে নামিয়ে, তৃণমূলের কোনও লাভ হবে না বলে দাবি করেছে বিজেপি।


গতবার কোচবিহার পুরসভা শাসক দলের হাতে থাকলেও, লোকসভা ভোটের পর থেকেই এখানে রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে। গত লোকসভার মতো, বিধানসভা ভোটের নিরিখে কোচবিহারের ২০টি ওয়ার্ডের সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। এবার কী হবে? পুরসভার রাশ কি ফের নিজেদের হাতেই রাখতে পারবে তৃণমূল? না কি, ক্ষমতা দখল করবে গেরুয়া ব্রিগেড (BJP)?


আরও পড়ুন: North 24 Parganas News : প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, টিকিট পেয়েও বিক্ষোভে তৃণমূল নেত্রী, অশোকনগরে প্রকাশ্যে শাসকের অস্বস্তি