শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বেহালার পর্ণশ্রীর পর এবার কোচবিহার (Coochbehar News)। ফের অস্ত্র হাতে নিয়ে হুমকি দেওয়ার ছবি ভাইরাল। প্রতারণা নিয়ে প্রশ্ন করাতেই পিস্তল দেখিয়ে হুমকি। অভিযোগ স্থানীয় তৃণমূল (TMC) নেতার। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
ফের পিস্তল দেখিয়ে হুমকি: হাতে আগ্নেয়াস্ত্র, ট্রিগারে আঙুল, একেবারে মারমুখী। যখন তখন পিস্তল থেকে ছিটকে বেরিয়ে আসতে পারে গুলি। শেষপর্যন্ত সেটা না হলেও, ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে কোচবিহারের পুণ্ডিবাড়িতে। পিস্তল হাতে যাকে দেখা যায়, তিনি হলেন নরোত্তম সরকার। একটি ধাবার নিরাপত্তারক্ষী।অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন তাঁর ছেলে। প্রতারণায় অভিযুক্ত এক ডাককর্মীও। স্থানীয় এক তৃণমূল কর্মীর দাবি, রবিবার রাতে প্রতারণা নিয়ে প্রশ্ন করাতেই, তাঁর দিকে পিস্তল তাক করে হুমকি দেন নরোত্তম। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
কোচবিহারের অভিযোগকারী তৃণমূল কর্মী সাগর রায় বলেন, “পুণ্ডিবাড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে ২০-২৫ লক্ষ টাকা নিয়েছে। এক গরিবের কাছ থেকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিল। আমরা যাতে আর কথা বলতে না পারি, তাই ভয় দেখানোর জন্য কাল রাজলক্ষ্মী ধাবার কাছে আমার দিকে তাক করে নরোত্তম সরকার বন্দুক দেখিয়ে হুমকি দেয়। আশপাশের লোক চলে এলে, প্রাণে বেঁচে যাই।’’
সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কর্মী। থানায় গেছিলেন জেলা পরিষদের তৃণমূল সদস্যও। কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ বলেন, “ওসিকে বললাম, যিনি আসামি আছেন তাঁকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং অস্ত্র উদ্ধার করা হয়।‘’ পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেই। রবিবার রাতেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেছিল পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। আর কোচবিহারে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির এই ছবিই প্রশ্ন তুলে দিল, মুড়ি মুড়কি মতো এত অস্ত্র আসছে কোথা থেকে?
আরও পড়ুন: Belpahari: মাওবাদী হামলার আশঙ্কার মধ্যেই বেলপাহাড়ির ভুলাভেদার জঙ্গলে মৃতদেহ উদ্ধার