শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের শ্যুটআউট। দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া।                     


ফের শ্যুটআউট রাজ্যে: মায়ের সামনে ছেলেকে খুন। ভরদুপুরে বাড়ির ভেতরেই দুষ্কৃতী দৌরাত্ম্য। যার জেরে অকালে চলে গেল তরতাজা প্রাণ। বিজেপি সূত্রে খবর, নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। যুবক খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের অভিযোগ, খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্ব জেরেই এই খুন।                 


সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার: ভরদুপুরে দিনহাটায় গুলি করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি অভিযোগ করেন, ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। ট্যুইটে বিরোধী দল নেতা লেখেন, 'শয়ে শয়ে তৃণমূল কর্মী আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন।' দিনহাটা হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আক্রমণে শুভেন্দু। অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার। 'পুলিশি তদন্তকে প্রভাবিত করতে পারে রাজ্যের শাসক দল, সিবিআই তদন্তের দাবি করছি'। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।                                               


দিনহাটায় যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন। নিহতকে ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি বিজেপির। এর আগে ৩ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গত ২৫ মে নদিয়ার কৃষ্ণগঞ্জে পা ভাঙা অবস্থায় বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ করে বিজেপি। যা মনে করিয়ে দেয়, ৩ বছর আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারের দিনহাটায় যুবককে গুলি করে খুন।                   


আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?