শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এবার অভিযোগ উঠল কোচবিহারে। আর সেই অভিযোগ উঠল খোদ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল কোচবিহারের হলদিবাড়ি। প্রভাবশালী পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
ইতিমধ্যেই টাকার বিনিময়ে স্কুলে নিয়োগের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক ব্যক্তি। ধৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। রয়েছেন এসএসসিপ প্রাক্তন ২ আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা। পদ থেকে সরানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। এই আবহেই এবার কোচবিহারের হলদিবাড়িতেও একই অভিযোগ।
কোটি টাকার প্রতারণা!
প্রভাবশালী পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে কোচবিহারের একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ধৃতের নাম পিন্টু সেন।
কী অভিযোগ?
২০১৪ সালে টেট দেওয়া বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অভিযোগ, তাঁদের কাছ থেকে ৮-১০ লক্ষ টাকা করে নেন পিন্টু। নিজেকে প্রভাবশালী বলে দাবি করে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন বলে অভিযোগ। কিন্তু চাকরি মেলেনি। টাকাও ফেরত পাননি। তারপরেই থানায় অভিযোগ করেছেন এক চাকরিপ্রার্থী আমজাদ হোসেন।
যদিও টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত শিক্ষক পিন্টু সেন। ধৃত শিক্ষককে ১০ দিন পুলিশ হেফাজতে রাখারর নির্দেশ দিয়েছে মেখলিগঞ্জ মহকুমা আদালত।
আরও পড়ুন: সাতসকালে রানিকুঠিতে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা