Mohali: পাঞ্জাবের মোহালিতে ঘটেছে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে একটি মেলা প্রাঙ্গণের মধ্যে আচমকাই ভেঙে পড়েছে একটি জায়ান্ট হুইল জয়রাইড। একটি লম্বা দণ্ডের মধ্যে লাগানো ছিল একটা গোল চাকতি। বনবন করে ঘুরছিল ওই চাকতিটি। হঠাৎই ভেঙে পড়ে সেটি। কার্যত চোখের নিমেষে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছে ওই জয়রাইডটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে শোনা গিয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৫০ ফুট উঁচু থেকে ভেঙে পড়েছে এই দোলনাটি। ইতিমধ্যেই ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, একটা লম্বা দণ্ড একটি চাকতির মধ্যে দিয়ে ঢুকে গিয়েছে। একটু অন্য ধরনের দেখতে এই দোলনা। চাকতিটি দিব্যি ঘুরতে শুরু করেছিল। তারপর হঠাৎই সেটি ৫০ ফুট থেকে ছিটকে ভেঙে পড়ে। জানা গিয়েছে পাঞ্জাবের মোহালিতে এই দুর্ঘটনা ঘটেছে। বাচ্চা এবং মহিলা- সহ বেশ কয়েকজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। 


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অত উঁচু থেকে চাকতির মতো জয়রাইড ছিটকে পড়ায় সেখানে থাকা বেশ কিছুজন নিজেদের চেয়ার থেকে কার্যত শূন্যে লাফিয়ে উঠেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। মোহালির যে মাঠে এই মেলা চলছিল আপাতত তা বন্ধ করা হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কীভাবে ওই দোলনা অত উঁচু থেকে ভেঙে পড়ল তার সঠিক কোনও কারণ এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, দোলনাটি আচমকা ভেঙে পড়ায় আশপাশের লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মেলায় আগতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন।  


এর আগেও অনেক জায়গায় মেলা প্রাঙ্গণ কিংবা খেলাধুলোর পার্ক বা মাঠে দোলনা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। যাঁরা এইসব দোলনা বা জয়রাইড নিয়ে আসেন তাঁদের বারবার সাবধান করা হয়। কিন্তু এত কিছুর পরেও যে নিরাপত্তা এবং সুরক্ষায় ফাঁক রয়েছে তা স্পষ্ট। আপাতত এই দুর্ঘটনার কারণ খুঁজছে পুলিশ। কেন ওই জয়রাইড এভাবে ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। দোলনায় কোনও ত্রুটি ছিল কিনা সেটাও মাথায় রাখা হচ্ছে। 


আরও পড়ুন- লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুন, ঘরে আটকে বহু আবাসিক