শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এই জেলায় তৃণমূলের অন্দরে নেতাদের মধ্যে সম্পর্ক খুব মসৃণ ছিল না কখনই। নানা ঘটনা, নানা উক্তিই তা সামনে এনেছে। জেলা তৃণমূলে (TMC) একসময় রবীন্দ্রনাথ ঘোষ বনাম মিহির গোস্বামীর গোষ্ঠীর মধ্যে লড়াই ছিল। পরে মিহির গোস্বামী বিজেপিতে (BJP) যান। জেলা তৃণমূলে, কালক্রমে মিহির গোস্বামীর জায়গায় একাধিকবার একেক নেতার নাম উঠে আসে। তবে জেলা তৃণমূলে অন্য নেতাদের তুলনায় ধারেভারে অনেকটাই এগিয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু ২০১৫ সালের পর থেকে সমীকরণ বেশ কিছুটা বদলে যায়।
বারবার টানাপড়েন:
কোচবিহারের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ তৃণমূলে যোগদান করার কিছুদিন পরে বদলে যায় সমীকরণ। সেই সময় জেলার রাজনীতিতে, বিশেষ করে দিনহাটার রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষ বনাম উদয়ন গুহের শিবিরের টানাপড়েন বারবার প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, তারপরে ধীরে ধীরে সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে পৌঁছয়। জেলার এই দুই হেভিওয়েট তৃণমূল নেতার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। জেলা রাজনীতির ওয়াকিবহাল মহল জানাচ্ছে, উদয়ন গুহ জেলা তৃণমূলের চেয়ারম্যান থাকার সময় এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। দিনহাটা পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই প্রশ্ন তুলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, পাল্টা পঞ্চায়েত ভোট নিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করেছিলেন উদয়ন বাবু।
উদয়ন গুহ কিছুদিন আগে পর্যন্ত বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গেই ছিলেন উদয়ন গুহ। পার্থপ্রতিম রায়কে দেখা যেত উদয়ন গুহ সঙ্গে। তবে পরিস্থিতি বদলে যায় এবছর মার্চের পর। পার্থ প্রতিম রায়কে ফের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করার পর দূরত্ব তৈরি হয় উদয়ন গুহের সঙ্গে। এরই মধ্যে নতুন করে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্বে কথা শোনা যায়। সেসব থেকে নিজেকে সুকৌশলে দূরে সরিয়ে রেখেছিলেন উদয়ন। তিনি জানিয়েছিলেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তিনি বিরক্ত তাই দিনহাটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চান। দলের মধ্য়ে দ্বন্দ্ব দূর করার বার্তাও দিয়েছিলেন তিনি।
মেলাল একুশ:
এবার সেটাই কি হল? অন্তত ২১ জুলাই কলকাতার (Kolkata) ধর্মতলা দেখল সেই ছবি। শিয়ালদহ স্টেশনে কোচবিহারের দলীয় কর্মীদের উৎসাহ দিতে পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহ। যদিও সেখানে খুব কম দেখা গিয়েছে পার্থ প্রতিম রায়কে। এই ছবি দেখার পরেই শুরু হয়েছে জল্পনা। এবার কি কাছাকাছি আসছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের দুই সহ সভাপতি উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষ? দুই নেতারই বক্তব্য, রাজনীতিতে সবই সম্ভব। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, তাঁরা সকলেই একসঙ্গেই কাজ করছেন। কোথাও কোনও দ্বন্দ্ব নেই। তাঁরা বার্তা, সিনিয়ররা পাশে থাকলে অনেক অসাধ্যই সাধন করা যায়।
আরও পড়ুন: 'মানুষের জন্য কাজ করতে হবে, নিজের করে খাওয়ার জায়গা নয় তৃণমূল', কড়া বার্তা অভিষেকের