কোচবিহার : পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে (Coochbehar) দলীয় পদ থেকে ইস্তফা দিলেন একাধিক তৃণমূল নেতা (TMC Leader)। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস ও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন। 


নেতৃত্বের কোন্দলের প্রভাব ?


বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।


নাককাটিগাছ যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস বলেন, মূলত তৃণমূল কংগ্রেসের অঞ্চল স্তরের উপরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের নিজেদের মধ্যে মতানৈক্যের ফলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছিল। যে কারণে আজ আমি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে, ১৯৮ নম্বর বুথের সভাপতি পদের দায়িত্বে যে ছিলেন এবং ১৯৭ নম্বর বুথের সভাপতি ও অন্যান্য বর্ষীয়ান নেতৃত্ব সকলের আলোচনার মাধ্যমে পদ থেকে অব্যাহতি নিলাম।


যদিও তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এরকম কোনও খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।


ময়দানের প্রচলিত কথা নিজেদের রক্ষণ সামলে তবেই ওঠা উচিত আক্রমণে ! কিন্তু, কোচবিহারের রাজনীতির ময়দানে শাসকদলের রক্ষণ, কোন্দলে নড়বড়ে! পঞ্চায়েত ভোটের আগে, কোচবিহারে তৃণমূলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে চলে আসছে। দলের নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে আপত্তির আঁচ চরমে পৌঁছেছে দিনহাটা ও মাথাভাঙায়। 


শনিবার রাতে দিনহাটা ১-এর বি অঞ্চলের ভিলেজ টু এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডবের অভিযোগ ওঠে, নতুন অঞ্চল সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এসেছে মাথাভাঙার রুইডাঙা এবং ফুলবাড়ি অঞ্চলেও। এভাবেই কোচবিহারে পঞ্চায়েত ভোটের আগে দলের রদবদল নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছে। যাতে দৃশ্যতই অস্বস্তিতে শাসকদল।


সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু তার আগে তৃণমূলের মাথাব্যথা বাড়াচ্ছে পঞ্চায়েত স্তরের নেতাদের মধ্যে কোন্দল! সেসব সামলে ওঠা যাবে পঞ্চায়েত ভোটের আগে? সেটাই এখন কোচবিহার জেলা তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


আরও পড়ুন ; পার্টি অফিসের দখল নিয়ে তুলকালাম, চলল ভাঙচুর, শীতলকুচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বপ্রকাশ্যে