শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শীতলকুচি তে শুট আউট! শীতলকুচি (Sitalkuchi) গোসাইরহাট বাজারে এক ব্যবসায়ীকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে, আহত ওই ব্যবসায়ীর নাম প্রনয় দেবনাথ।


সূত্রের খবর, গতকাল রাতে ঘটনার সময় দোকানে ছিলেন ব্যবসায়ী। সেই সময়ই আচমকাই দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। কে বা কারা কোন উদ্দেশে এমন ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে শীতলকুচি থানার পুলিশ। ১১টা নাগাদ দোকান বন্ধ করার ঠিক আগে, জিনিসপত্র গোছাচ্ছিলেন প্রণয় দেবনাথ। অভিযোগ, তখনই মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে টাকা চায়। প্রথমে ব্যবসায়ী না বুঝতে পারায়, ফের জানতে চান তিনি। এরপরই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। 


পশ্চিম মেদিনীপুরে ঘুমন্ত ব্য়ক্তিকে গুলি


গভীর রাতে খড়গপুর (Kharagpur) শহরে বাংলো সাইড এলাকায় শ্যুটআউট (Shootout)। বাড়ির জানলা ভেঙে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাধা দিলে পরিবারের এক সদস্যকে মারধরের অভিযোগ। গুলিবিদ্ধ ব্যক্তি-সহ ২ জন হাসপাতালে ভর্তি। পুরনো বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।


আক্রান্তের পরিবার ৫ রাউন্ড গুলি চলেছে বলে দাবি করেছে । যদিও পুলিশ জানিয়েছে ২ রাউন্ড গুলি চলে । এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা । স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ । অভিযোগ, গতকাল সন্ধেয় মোটরবাইক পড়ে যাওয়াকে কেন্দ্র করে ফের বচসা বাধে । হাতাহাতিও হয় । এরপর রাত আড়াইটে নাগাদ দলবল নিয়ে চড়াও হয়ে প্রতিবেশীর বাড়ির জানলা ভেঙে অভিযুক্ত ছোটু সিং গুলি চালায় বলে অভিযোগ ।


আরো পড়ুন: ‘টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায়’, অভিযোগ করে মোদিকে চিঠি মমতার