শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ফের উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় নিশীথ প্রামাণিক। এবার বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উদয়ন গুহর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন কৌস্তভ বাগচী। পাশাপাশি, চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মুখেও শোনা গেছে হুমকির সুর।
সন্ত্রাস ইস্যুতে ফের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কালো পতাকা দেখানো। দাড়ি-গোঁফ উপড়ে নেওয়া। শোলের 'জয়-বীরু' কটাক্ষের পর এবার বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দিলেন উদয়ন গুহ। তিনি বলেছেন, 'কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ি থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে।'
সম্প্রতি নিজের বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পদযাত্রা শুরু করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এদিন সেই পদযাত্রা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) এলাকা ভেটাগুড়িতে। সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ।
তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ হুমকির সুরে বলেছেন, 'এখানে এমন একটা সন্ত্রাসের বাতাবরণ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি করেছে যে, তৃণমূলের কর্মীরা তো বটেই, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বা কোনওরকম অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান। কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে, হয়ত আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে, কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে।'
উদয়ন গুহর যে হুমকির পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গেরুয়া শিবিরেরে নেতা বলেছেন, 'বারবারই ডায়লগ দেন এরকম। কিন্তু ওনার পার্টির লোকেদের তাড়া খেয়ে পালিয়ে এসে উনি রবি ঘোষের বাড়িতে উঠেছিলেন। সেটা যেন ভুলে না যান। বিজেপি হিংসা করে না, মারপিট করে না। কিন্তু কেউ করতে এলে, আটকাতে পারে।'
উদয়ন গুহ যখন নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন, তখন চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মুখেও শোনা গেছে হুমকির সুর। নিজের এলাকায় পুকুর ভরাটের অভিযোগ পেয়ে এদিন ঘটনাস্থলে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। সেইসময় জমির দাবিদারকে হুমকি দেন অসিত মজুমদার। তিনি বলেন, 'মেরে হাড়গোড় ভেঙে দেব একদম। মেরে হাড়গোড়। ওসি-কে ডাকুন তো। ডাকো ওসি-কে। এদের একটাকেও যেন বেরিয়ে না যায়।'
আরও পড়ুন- কোলাঘাটে জাতীয় সড়কে ঘিরে ধরে গুলি স্বর্ণ ব্যবসায়ীকে, লুঠপাট চালিয়ে চম্পট দুষ্কৃতীদের