প্যারিস: নজির গড়লেন কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্য়ানেজার হিসেবে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই মুকুটে নতুন পালক যুক্ত হল ৬২ বছর বয়সি এই ইতালীয়র। আনসেলোত্তিই বিশ্বের একমাত্র ফুটবল ম্যানেজার যিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। উল্লেখ্য, লিভারপুলকে হারিয়ে রিয়াল এবারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে নিয়েছে। 


ঝুলিতে চারটে খেতাব


রিয়াল মাদ্রিদের ম্য়ানেজার হিসেবে আনসেলোত্তির এটি দ্বিতীয়বার চ্য়াম্পিয়ন্স লিগ জয়। এর আগে ২০১৪ সালেও রিয়ালের ম্যানেজার ছিলেন তিনি। সেবার খেতাব ঘরে তুলেছিলেন রোনাল্ডো, মার্সেলোরা। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের ম্যানেজার হিসেবে ইউরোপ সেরা হয়েছিলেন। ইতালির এই প্রাক্তন ফুটবলার তাঁর ফুটবল কেরিয়ারেও দু বার ইউরোপ সেরা হয়েছেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে খেতাব জিতেছিলেন আনসেলোত্তি ফুটবলার হিসেবে। 


ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি সাফল্যের তালিকায় আনসেলোত্তির পরে রয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালিন ২০১৬, ২০১৭, ২০১৮ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই প্রাক্তন ফরাসি কিংবদন্তী। এছাড়াও বব পিসলেও তিনবার ইউরোপ সেরা হয়েছেন। 


কী বললেন আনসেলোত্তি?


এদিন ফাইনালের পর কার্লো আনসেলোত্তি বলেন, ''দুর্দান্ত একটা মরসুম কাটল। আমরা যোগ্য দাবিদার ছিলাম খেতাব জয়ের। দারুণ একটা দল পেয়েছি আমি, এটা আমার সৌভাগ্য। দলের ছেলেরা মানসিক ও শারীরিকভাবে ভীষণ শক্তিশালী।''


১৪ বার ইউরোপ সেরা রিয়াল


আরও একবার। এই নিয়ে ১৪ বার। উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid)। লিভারপুলকে(Liverpool) ফাইনালে ১-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতল কার্লো আনসেলোত্তির দল। এর আগে শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এরপর চার বছর পর আবার খেতাব জয়। ম্যাচে রিয়ালের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। 


আরও পড়ুন: লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের