শুভেন্দু, ভট্টাচার্য, কোচবিহার : অপরাধ দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট (Poling Agent) হওয়া। কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে ৪ সিপিএম কর্মীর পরিবারকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। মহকুমাশাসক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


বাড়ি থেকে বেরনোর উপায় নেই। কথা বলার উপায় নেই প্রতিবেশীদের সঙ্গে। বন্ধ কৃষিকাজ, দোকানপাট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাদের বিরুদ্ধে মাতব্বরির অভিযোগ। ফের মধ্যযুগীয় ফরমান জারি করে ৪ সিপিএম (CPIM) কর্মীর পরিবারকে একঘরে করার অভিযোগ। মহকুমা শাসকের দ্বারস্থ অভিযোগকারীরা। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের তুফানগঞ্জে (Tufangung)। 


অভিযোগ, নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ৯ বাই ২২২ নম্বর বুথের ৪ সিপিএম কর্মীর পরিবারকে সামাজিক বয়কট করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় দলীয় প্রার্থীদের পোলিং এজেন্ট থাকায় তাদের বয়কট করেছে তৃণমূল। অভিযোগ, বন্ধ করে দেওয়া হয়েছে, দোকান-বাজার। বন্ধ করে দেওয়া হয়েছে চাষাবাদ। মঙ্গলবার মহকুমা শাসকের দ্বারস্থ হন ওই ৪ সিপিএম কর্মী। কিন্তু গণতন্ত্রের উৎসবকে ঘিরে কেন এই মধ্যযুগীয় সিদ্ধান্ত ? প্রশ্ন অভিযোগকারীদের। 


মহকুমাশাসক বাপ্পা গোস্বামী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 


                                                                                                                                                                                                                    


আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial