বেঙ্গালুরু : 'আমাদের ফেভারিট রাহুল গাঁধী'। বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের (Opposition Meeting) শেষে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমোর মুখে কংগ্রেস নেতার প্রশংসার পরই নতুন জল্পনা জাতীয় রাজনৈতিক মহলে। তবে কি নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরোধী লড়াইয়ে রাহুলকেই মুখ হিসেবে বেছে নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ? তবে কি লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই করবে ঘাসফুল শিবির ?
পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) রাজ্যে বেলাগাম হিংসাকে কেন্দ্র করে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) ক্রমাগত নিশানা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর তার মাঝেই বেঙ্গালুরুতে সনিয়া গাঁধী, রাহুল গাঁধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেস (Congress) শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক টেবিলে বসে বিজেপি বিরোধী লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যার আগে থেকেই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে (Opposition Meeting) ঠিক হয়েছে জোটের নাম হবে- INDIA। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।
কিছুদিন আগেই বিজেপিকে পরাস্ত করে কর্ণাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। যে জয়ে উঠে এসেছে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার ভূমিকাও। কংগ্রেসের কর্নাটক জয়ের পর বিজেপি বিরোধী শক্তির জয়ের বার্তা দিলেও কংগ্রেসের নাম তখন মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তোলেননি রাহুলের প্রসঙ্গও। পাশাপাশি জাতীয় স্তরে কংগ্রেসের 'দাদাগিরি' নিয়েও সরব হয়েছিলেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। তবে সেই কর্নাটকেরই রাজধানী বেঙ্গালুরুতে এক মঞ্চে বসে রাহুলকে 'আমাদের ফেভারিট' তমকা দিলেন মমতা।
পাটনায় বিরোধী জোটের বৈঠকের ঠিক আগে বরযাত্রী আছে অথচ বর নেই বলে খোঁচা দিয়েছিল বিজেপি। গেরুয়া শিবির প্রশ্ন তুলেছিল বিরোধী শিবিরের মুখ নিয়েও। যে বৈঠকের পরই মজার ছলে লালুপ্রসাদ যাদব রাহুলকে বিয়ে করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সবাই বরযাত্রী যেতে চান বলেই হাসির রোল তুলেছিলেন ভারতীয় রাজনীতিতে পোড় খাওয়া নেতা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, মজার আড়ালে আসলে বিরোধী জোটের 'বর' বা মুখ হওয়ার বার্তাই রাহুলকে ছুড়ে দিতে চেয়েছিলেন লালু। আর বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের পর মমতার মুখে রাহুলকে 'ফেভারিট' তকমা ও অরবিন্দ কেজরিওয়ালের কংগ্রেসের প্রশংসা সামনে আনল নতুন সম্ভাবনা। তাহলে কি রাহুলকেই সামনে রেখে লড়তে নামবে বিরোধী জোট। উত্তর দেবে সময়।
আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial