শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : "যাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে।" পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়ে দলের কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।


গতকাল দিনহাটায় একটি কর্মিসভায় যোগ দেন উদয়ন। সেখানে তিনি জানান, ভোটের প্রচার করতে গিয়ে পঞ্চায়েতে দুর্নীতির জন্য তাঁকে মানুষের অভিযোগ শুনতে হয়েছে। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখেই গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাই করতে হবে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, যাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে।  


এ প্রসঙ্গে বিজেপি-র কটাক্ষ, কাটমানি নেওয়া, ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এতদিন পরে উদয়ন গুহ উপলব্ধি করতে পেরেছেন যে তাঁর দলের নেতারা দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। তাঁরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারছেন। আগামীদিনে বাংলার মানুষও এটা উপলব্ধি করতে পারবেন। তৃণমূলকে যোগ্য জবাব দেবে।


প্রসঙ্গত, এর আগে ত্রিপুরায় গিয়ে গো ব্যাক স্লোগান ও কালো পতাকার সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাঠির ঘাও পড়ে তাঁর গাড়িতে। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । সেই আবহেই বিতর্কিত ফেসবুক পোস্ট করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ ! তিনি পোস্টে লেখেন, 'ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা-কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে।' তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 


ভেটাগুড়িতে কর্মিসভায় বিজেপিকে হুমকি দিয়ে তিনি বলেছিলেন, 'যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়িতে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না । তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রাণ পাবেন না।' তিনি আরও বলেন ' সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।”