শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রাকৃতিক দুর্যোগে পড়া কোচবিহারে (Coochbihar) কেন্দ্রীয় সাহায্যের জন্য কোনও আবেদনই করেনি রাজ্য। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও তাঁর কথার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল (TMC)। এদিকে, আজ দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিলি করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।


সরব নিশীথ



কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড কোচবিহার ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। রবিবার সন্ধের প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনও কাটেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজারের বেশি বাড়ি। দুর্ভোগে পড়েছে বহু মানুষ। এই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।


কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "এতবড় ঝড় হলেও রাজ্য সরকার কেন্দ্রের কাছে কোনও রিপোর্ট পাঠায়নি, যার ফলে ক্ষতিপূরণের বিষয়ে কিছু করতে পারছে না কেন্দ্র, আমাদের টিম তৈরি আছে, কিন্তু প্রশাসন সাহায্য নিচ্ছে না।" 


আরও পড়ুন, বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত লকেট, ফের অন্তর্দ্বন্দ্ব পদ্মে?


গুরুত্ব দিতে নারাজ তৃণমূল


কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব। রাজ্যের ভূমিকার সমালোচনা নিশীথের গুরুত্বে নারাজ তৃণমূল। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "বিজেপির এমপির দেখা নেই, মানুষ দেখতে পায় না, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।" এদিকে, একটা ঝড়ই রাতারাতি বদলে দিয়েছে ঘুঘুমারি, টাপুরহাট, শুক্তাবাড়ির বাসিন্দাদের জীবন। সব হারিয়ে পথে বসেছেন অনেকেই। 


এই অবস্থায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে, দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বলেন, "সব রিপোর্ট তৈরি হচ্ছে, সব তথ্য পেলে বাড়ি ঘরের ব্যবস্থা করা হবে।" 


অন্যদিকে, এদিনই জেলাশাসকের অফিসে যান বিজেপির তিন বিধায়ক। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, কোচবিহার উত্তরের সুকুমার রায় ও তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। ত্রাণ বিলিতে যাতে কোনও বৈষম্য না হয় তারই দাবি জানিয়ে, তিন বিজেপি বিধায়ক আধিকারিকদের সঙ্গে কথা বলেন।