শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বড়দিন এবং নতুন বছরের আগে সেজে উঠছে কোচবিহারের রসিক বিল। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রসিক বিল গত কয়েক বছরে পর্যটকদের আকর্ষণ করছে। ছুটির দিনগুলির আগে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে রসিক বিল মিনি জু'কে।
নয়া সাজে রসিক বিল: শীতকাল মানেই ছুটির আমেজ। পারদ পতনের আবহে সাজসাজ রব পর্যটন কেন্দ্রগুলিতে। ২০০৩ সাল নাগাদ তৎকালীন বন বিভাগের উদ্যোগে, তুফানগঞ্জ দু'নম্বর ব্লকের, রায়চাংমারী, ছোট বোচামারি, বড় বোচামারি, নলডোবা, সায়কা ডাংগি এই পাঁচটি ঝিল নিয়ে রসিক বিল তৈরি হয়। তারপর একে একে ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র, চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্র, চিতল হরিণ, বিভিন্ন রকমের পাখি স্থান পেয়েছে এই মিনি জুতে। প্রতিবছর হাজার হাজার মানুষ কোচবিহার পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং অসম থেকে ঘুরতে আসেন রসিকবিলে। বিভিন্ন রকমের পরিযায়ী পাখির সমাগম হয় এই ঝিল গুলিতে, আর তাঁকে ঘিরে বাড়ে পর্যটকদের সমাগমও।
গত কয়েক বছরে পরিকাঠামগত সমস্যার জন্য পর্যটকদের আনাগোনা কমেছিল। কিন্তু নতুন করে বন দফতরের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা নেওয়ায় আবার বেড়েছে পর্যটক। এবার ২৫ শে ডিসেম্বর এবং নতুন বছরের আগে নতুন করে সাজছে এই পর্যটন কেন্দ্রটি। বর্তমানে এই মিনি জু' তে রয়েছে ১১ টি চিতাবাঘ, ২০০ বেশি
চিতল হরিণ, এছাড়াও ১১ টি ঘড়িয়াল , এছাড়াও বিভিন্ন ধরনের পাখি, ফিশিং ক্যাট সহ একাধিক প্রাণী। রং করা হয়েছে ঝুলন্ত সেতু পাশাপাশি ভিড় সামলাতে ঝুলন্ত সেতুর পাশ দিয়ে তৈরি হয়েছে বাঁশের সাঁকো।
কোচবিহারের অতিরিক্ত বন আধিকারিক বিজন নাথ বলেন, "গত বছর রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল। বড়দিন থেকে নতুন বছরের মধ্যে তাই সেই ভিড় সামলাতে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। মানুষের কাছে রসিক বিলকে আরও আকর্ষণীয় করে তুলতে তৈরি হচ্ছে ভেষজ উদ্যান। তাছাড়া বিভিন্ন রকম পশু পাখির সংখ্যা আগে থেকে অনেক বেড়েছে। গত বছরের থেকে এবছর পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে কোচবিহারের রসিক বিল পর্যটন কেন্দ্র।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।