কলকাতা: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ট্রেন। আগামীকাল ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আটকে থাকা যাত্রীদের সাহায্যের জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে। শিউরে ওঠার মতো দুর্ঘটনার ছবি। এই পরিস্থিতিতে আগামীকাল সকালেই ঘটনাস্থলে যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইতিমধ্যেই ওড়িশা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সংশ্লিষ্ট রুটে আটকে রয়েছে একাধিক ট্রেন। এই অবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আটকে থাকা ট্রেনে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রীর জন্য জল, স্যানিটাইজেশন, খাবারের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে খরচের নির্দেশ দেওয়া হয়েছে।
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা। অন্য় ট্রেনের লাইনচ্য়ুত কামরায় সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল। সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে। ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২০০। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্বিগ্ন পরিজনরা। দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217, খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339, বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322, শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746, চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771