কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক করোনা-গ্রাফ (Corona Graph)। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব। জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যসচিবের। মাস্ক পরার ওপর জোর দিতে হবে, বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ। থার্মাল চেক, দূরত্ব বিধি মেনে চলতে সতর্কতামূলক প্রচারের নির্দেশ। নির্দিষ্ট সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ। জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। 


রাজ্যের করোনা পরিসংখ্যান: শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে সামান্য কমলেও রাজ্যে (West Bengal) ৩ হাজারের কাছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৮৩৯ জন। দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৩ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৫৭৭ জন। 


ভারতে (India Corona) আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ। বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন? পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরাসংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে। সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে। 


দেশের পরিসংখ্যান: দেশে করোনা (India Corona Update) পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার ৭১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৬৭ হাজার ৪০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৮০৫।


দেশের পাশাপাশি বঙ্গেও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। মাস্ক পরা-সহ কোভিডবিধি মানা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চিকিত্‍সা পরিকাঠামো প্রস্তুত রাখা ও কোভিড বিধি মানা ও ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছেন চিকিত্‍সকরা। 


আরও পড়ুন: রাজ্যে প্রথম, কৃত্রিম যন্ত্রের মাধ্যমে সচল রাখা হল রোগীর হৃদযন্ত্র, ৩৭দিন পর সফল হৃত্‍পিণ্ড প্রতিস্থাপন