কলকাতা: বাড়িতে বসেই করোনা পরীক্ষা (Covid Test) করছেন অনেকে। আর তাতেই তথ্য নিয়ে সমস্যায় পড়েছে পুরসভা (Kolkata Municipality Corporation)। অনেকেই ব়্যাপিট অ্যান্টিজেন (Rapid Antigen Test) টেস্ট করে নিচ্ছেন কিট কিনে। ফলে করোনা পজিটিভ (Covid Positive) হলেও সেই তথ্য পৌঁছচ্ছে না পুরসভার কাছে।  তাই নয়া নির্দেশিকা জারি করেছে পুরসভা (Kolkata Municipality Corporation)।


‘বাড়িতে টেস্ট কিটে পজিটিভ হলেও আরটিপিসিআর (RTPCR) টেস্টের পরামর্শ দেওয়া হচ্ছে। আরটিপিসিআর (RTPCR) টেস্টের জন্য কাল থেকেই প্রচার শুরু করবে পুরসভা। নয়া নির্দেশিকায় বলা হয়েছে কেউ পজিটিভ হলে জানানোর দায়িত্ব নিতে হবে আবাসন কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার ১০ নম্বর বরো অফিসে পুরসভা ও কলকাতা পুলিশের বৈঠকে হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, জানানো হয়েছে নজরদারিতে থাকবে কলকাতা পুলিশ-পুরসভার যৌথ দল। 


আরও পড়ুন: KMC News: উন্নয়নমূলক কাজের সময়-সারণী প্রকাশ করবে পুরসভা, অগ্রগতির হালহকিকত দেখতে পাবেন নাগরিকরাও


এ প্রসঙ্গে উল্লেখ্য, এবার ওষুধের দোকানেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। 


বুধবার দেশের কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ কমিটি কিছু শর্ত সাপেক্ষে অ্যান্টি-কোভিড ভ্যাকসিন - কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে নিয়মিত বিপণনের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে। বর্তমানে দেশে জরুরি ভিত্তিতে এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে।


সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) এবং ভারত বায়োটেক তাদের কোভিড ভ্যাকসিনগুলিকে নিয়মিত বিপণনের অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে আবেদন জমা দিয়েছে। তবে এই কেন্দ্রীয় কমিটির আগে সিরামের ডিরেক্টর প্রকাশ কুমার সিংহ ডিসিজিআই-এর কাছে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন। এর জন্য DCGI পুনে-ভিত্তিক সংস্থার কাছ থেকে আরও ডেটা এবং নথি চেয়েছিল। 


কয়েক সপ্তাহ আগে DCGI-তে পাঠানো একটি আবেদনে, হায়দ্রাবাদ-ভিত্তিক ভারত বায়োটেকের তরফে একই বয়ান জমা পড়ে বলে সরকারি সূত্রে খবর। ডিরেক্টর ভি কৃষ্ণ মোহন কোভ্যাক্সিনের জন্য সেই অনুমোদন চেয়েছিলেন। আর এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এর COVID-19-এর বিষয় বিশেষজ্ঞ কমিটি (SEC) সিরাম এবং ভারত বায়োটেকের আবেদনগুলি পর্যালোচনা করেছে। সেই মতোই শর্ত সাপেক্ষে অনুমোদন চেয়েছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে।