Coronavirus In India Live : বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর

Coronavirus news updates Live : বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে

ABP Ananda Last Updated: 22 Dec 2022 11:59 PM
Coronavirus Live Updates: বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতেও ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেন আক্রান্তর হদিশ। দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নীতি আয়োগের সিইও। জিন বিশ্লেষণে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে পরামর্শ। বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর।
চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলকের নির্দেশ

Covid19 News Updates: ফের করোনার চোখ রাঙানি, পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী

উৎসবের মরশুমে ফের করোনার চোখ রাঙানি। পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী।

Coronavirus Live Updates: ভারতেও ওমিক্রনের নতুন প্রজাতি, রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতেও ওমিক্রনের নতুন প্রজাতিতে আক্রান্তর হদিশ। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। জিন পরীক্ষায় জোর স্বাস্থ্য ভবনের।

Covid19 News Updates: চিনে ফের করোনার আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত

চিনে ফের করোনার আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। 'চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি আক্রান্ত, অন্তত ৫ হাজার জনের মৃত্যু'। 'জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩ লক্ষ'। রিপোর্টে এমনই দাবি লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটির।

Coronavirus Live Updates: শনিবার থেকে করোনা বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে

শনিবার থেকে করোনা বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত। 'কোভিডের সংক্রমণ বেশি, এমন দেশে এখনই উড়ান বন্ধ নয়'। সেসব দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ নয়, খবর বিমানবন্দর সূত্রে

Covid19 News Updates: Covovax বাজারে নিয়ে আসার জন্য DCGI-এর অনুমোদন চাইল সিরাম ইন্সিটিটিউট অফ ইন্ডিয়া

বুস্টার ডোজ  Covovax বাজারে নিয়ে আসার জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) অনুমোদন চাইল সিরাম ইন্সিটিটিউট অফ ইন্ডিয়া। এই বুস্টার ডোজ ১৮ এবং তার বেশি বয়সীরা যারা কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁদের জন্য তৈরি করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

Coronavirus Live Updates: বুস্টার শট নিয়ে একটি সমীক্ষায় উদ্বেগ

সম্প্রতি বুস্টার শট নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। যাঁদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ৫৩ শতাংশই বুস্টার শট নেননি। ৯ শতাংশ এখনও পর্যন্ত কোনও কোভিড ভ্যাকসিন নেননি। এমনকী নেওয়ার পরিকল্পনাও করেননি। প্রায় ২ শতাংশ এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে বুস্টার শট নেওয়া হবে কি না। LocalCircles সূত্রে খবর।

Covid19 News Updates: 'ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বেশি মানুষের কোভিড বুস্টার ডোজে অনীহা'

চিনে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে কোভিড-মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে ভারতে। এই পরিস্থিতিতে এমন একটি তথ্য সামনে এল, যা সত্যিই চিন্তা বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া একটি সার্ভেতে দেখা গেছে, ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বেশি মানুষ কোভিড বুস্টার ডোজ নিতে অনীহা প্রকাশ করেছেন। এই দ্বিধার অন্যতম কারণ, অল্পবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে।

Coronavirus Live Updates: ফের চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট, হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন

ফের চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেন। হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন। গত একমাসের মধ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ। ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে। সব হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য ভবনের। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল ও জেএনএমের নমুনা যাবে কল্যাণীতে। পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে। শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক। নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের।

Covid19 News Updates: কোভিড গাইডলাইন ইস্যু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

নতুন করে মাথা চাড়া দিয়ে করোনা। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7., যা এখন চিনকে কাঁপাচ্ছে, তা নিয়ে এবার চিন্তার ভাঁজ ভারতেও। এই পরিস্থিতিতে জনস্বার্থে কোভিড গাইডলাইন ইস্যু করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। 

Coronavirus Live Updates: 'দিল্লিতে BF.7 ভ্যারিয়েন্ট নেই, তাই চিন্তা করবেন না' ; বললেন কেজরিওয়াল

দিল্লিতে BF.7 ভ্যারিয়েন্টের কোনও কেস নেই। তাই চিন্তার কোনও কারণ নেই। আমরা জিনোম সিক্যুয়েন্সিং করছি। জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরিবন্দ কেজরিওয়াল।

Covid19 News Updates: ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট উদ্বেগ, মন্ত্রী-আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

দেশে হদিশ মিলেছে ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের চারটি কেসের। এই ভ্যারিয়েন্টেই এখন ত্রস্ত চিন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চপদস্থদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Coronavirus Live Updates: চিনে মৃতের সংখ্য়া ছাড়াতে পারে ১০ লক্ষ, বলছেন মহামারী বিশেষজ্ঞ

আগামী দিন কি আরও ভয়ঙ্কর হতে চলেছে? এই প্রশ্নটা উঠছে কারণ, মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের মতে, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ করোনার প্রকোপে পড়বেন। চিনে মৃতের সংখ্য়া ছাড়াতে পারে ১০ লক্ষ।

Covid19 News Updates: চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের উপর লক্ষ্য রাখা হচ্ছে, বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

চিনে করোনার বাড়বাড়ন্ত দেখে বুধবার জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঠিক তার পরদিনই সংসদে দাঁড়িয়ে দিলেন সতর্কবার্তা। সেই সঙ্গে শোনালেন ভরসার কথাও। বললেন, ' গত কয়েকদিন ধরে, বিশ্বে কোভিডের পজিটিভ কেস  বাড়ছে, কিন্তু ভারতে সংখ্যা কমছে। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ এবং এর কারণে মৃত্যুর ঘটনার উপর লক্ষ্য রাখছি। ' 

প্রেক্ষাপট

কলকাতা : ওমিক্রনের ( Omicron ) সাব ভ্যারিয়েন্ট BF.7 । সূত্রের দাবি, গুজরাত ও ওড়িশার ৩ রোগীর শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। করোনার এই প্রজাতির জন্যই এখন ত্রস্ত চিন। যে চিনে করোনার উৎপত্তি, সেখানে এখন হাহাকার! আবারও, ভয়াবহ আকার নিয়েছে চিনের করোনা পরিস্থিতি! অবস্থা এমন যে, হাসপাতালে মিলছে না জায়গা।


বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১শে জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।


চিনে করোনার বাড়বাড়ন্ত দেখে বুধবার জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ( Health Minister ) । ঠিক তার পরদিনই সংসদে দাঁড়িয়ে দিলেন সতর্কবার্তা। সেই সঙ্গে শোনালেন ভরসার কথাও। বললেন, ' গত কয়েকদিন ধরে, বিশ্বে কোভিডের  ( Coronavirus ) পজিটিভ কেস  বাড়ছে কিন্তু ভারতে সংখ্যা কমছে। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ এবং এর কারণে মৃত্যুর ঘটনার উপর লক্ষ্য রাখছি। ' 


তিনি আরও বলেন, ' স্বাস্থ্য দফতর কোভিড-১৯ মহামারী রুখে দিতে সক্রিয় রয়েছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিয়েছে। এখন পর্যন্ত ২২০ কোটি কোভিড ভ্যাকসিন শট দেওয়া হয়েছে। ' 


মনসুখ মাণ্ডব্য ( Mansukh Mandaviya )আরও বলেন, ' আমরা বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির উপর নজর রাখছি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। রাজ্যগুলিকে কোভিড -19 এর নতুন রূপটি সময়মত সনাক্ত করতে জিনোম-সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ' 


সামনেই বড়দিন। তারপরই বর্ষবরণের উৎসব। ২০২১ এর শেষে এই বর্ষবরণের উৎসবের পরই শীর্ষে পৌঁছেছিল কোভিডের তৃতীয় ঢেউ। তাই সবাইকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ' উত্সব এবং নতুন বছরের মরসুমের আবহে, রাজ্যগুলিকে সতর্কতামূলক  ভ্যাকসিনের ডোজ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সবাই যাতে মাস্ক ব্যবহার করেন দেখতে হবে , স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়া হচ্ছে। ' 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.