Coronavirus In India Live : বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর

Coronavirus news updates Live : বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে

ABP Ananda Last Updated: 22 Dec 2022 11:59 PM

প্রেক্ষাপট

কলকাতা : ওমিক্রনের ( Omicron ) সাব ভ্যারিয়েন্ট BF.7 । সূত্রের দাবি, গুজরাত ও ওড়িশার ৩ রোগীর শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। করোনার এই প্রজাতির জন্যই এখন ত্রস্ত চিন।...More

Coronavirus Live Updates: বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতেও ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেন আক্রান্তর হদিশ। দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নীতি আয়োগের সিইও। জিন বিশ্লেষণে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে পরামর্শ। বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর।
চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলকের নির্দেশ