West Bengal News Live: পথ দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরায় গিয়ে পুলিশ আবিষ্কার করল একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু

West Bengal News: জেলা থেকে শহর এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে দেখুন এবিপি আনন্দ, চোখ রাখুন এবিপি লাইভে।

ABP Ananda Last Updated: 19 Feb 2025 03:08 PM
Tangra Case Live: প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত, গতকাল হয়নি, কেন?

তাঁরা আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের খুন করা হয়েছে? প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত, গতকাল হয়নি, কেন? গতকাল সন্ধে থেকে গোটা বাড়ি অন্ধকার ছিল? গতকাল ট্যাংরার বাড়িতে এসেছিলেন ১২ থেকে ১৫ জন, দাবি প্রত্যক্ষদর্শীর। এরা কারা, কেন এসেছিলেন বাড়িতে? বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ফুটেজে নজর। পুলিশ কুকুর আনিয়ে চলছে তদন্ত, ঘটনাস্থল ঘুরে গেলেন সিপি, জয়েন্ট সিপি ক্রাইম।

Tangra Mysterious Death: মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী

মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ। ১ জনের শিরা কাটা অবস্থায় ছিল, ১ জনের গলা, শিরায় ছিল কাটার দাগ। বাকি ১ জনের শরীরে কোনও ক্ষতচিহ্ন ছিল না, তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল, খবর সূত্রের।

West Bengal Crime News: চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ

খাস কলকাতায় ভয়াবহ কাণ্ড! পথ দুর্ঘটনার পর ট্যাংরায় গিয়ে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ।

Kolkata Crime News Live: মৃত্যু ঘিরে রহস্য, কেন দেহ বাড়িতে রেখে বেরিয়েছিলেন ২ আরোহী?

ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ৩ জনের দেহ। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল। মৃত ১ গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। কী কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ। সকালে অভিষিক্তার সামনে পথ দুর্ঘটনায় আহত ৩। আহতদের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার। ঠিকানা মিলিয়ে ট্যাংরায় গিয়ে ৩ জনের দেহ উদ্ধার। মৃত্যু ঘিরে রহস্য, কেন দেহ বাড়িতে রেখে বেরিয়েছিলেন ২ আরোহী?

Kolkata Crime News Live: প্রাথমিক তদন্তে কী অনুমান পুলিশের?

ট্যাংরার যে বাড়ি থেকে একই পরিবারের ৩ সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে ঘটনাস্থল পরিদর্শনে যান জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। পুলিশ সূত্রে খবর, মৃত এক গৃহবধূর স্বামী আজ সকালেই পথ দুর্ঘটনায় আহত হয়ে রুবি হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনায় ঠিকানার সূত্র ধরে ট্যাংরার বাড়িতে পৌঁছয় পুলিশ। আর তখনই একই পরিবারের তিনজনের মৃতদেহ সামনে আসে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পরিবারিক কারণেই এমন ঘটনা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বিষয়। 

Kolkata Crime News: পথদুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ

খাস কলকাতায় ভয়াবহ কাণ্ড! পথদুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। পুলিশ সূত্রে খবর, চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে রোমি দে, সুদেষ্ণা দে ও প্রিয়া দে-র মৃতদেহ। এর মধ্যে প্রিয়া দে কিশোরী। প্রত্যেকেরই হাতের শিরা কাটা অবস্থায় ছিল। তাঁরা নিজেরাই হাতের শিরা কেটে আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের খুন করা হয়েছে? তদন্তে পুলিশ।

Kolkata Crime News Live: সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ!

সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ! সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে মিথ্যা অভিযোগের পর্দাফাঁস। রিজেন্ট পার্কে লুঠপাটের অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলাই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে গৃহকর্ত্রীর জামাইবাবুকেও। পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সেকথা স্বীকারও করেছেন তিনি।

West Bengal News Live: কর্তব্যরত চিকিৎসক, পুলিশ পেটানোয় অভিযুক্ত পুলিশ!

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পুলিশের গুন্ডামি! চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের লালগোলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীদের পর্যন্ত পেটানোর অভিযোগ উঠেছে পুলিশেরই বিরুদ্ধে! এই ঘটনায় বীরভূমের জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে তাণ্ডবের অভিযোগে ওসি, ওসি-র স্ত্রী ও আত্মীয়-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখের বাড়ি মুর্শিদাবাগের লাগোলায়। গতকাল লালগোলা হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে যান তিনি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রথমে এক নার্সের সঙ্গে বচসা জুড়ে দেন ওসি আশরাফুল শেখ। এরপর কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে মারধর করেন তিনি। লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওসি তাঁদের মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বীরভূম DCRB-র ওসির মারে তাঁদের এক SI দেবব্রত দত্ত ও একজন সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হয়েছেন। বিতর্ক অবশ্য এই প্রথম নয়। আশরাফুল শেখ যখন কীর্ণাহার থানার ওসি ছিলেন, তখন তোলাবাজির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

West Bengal News Live: বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য

বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য। ঘটনার পর থেকে FIR-এ নাম থাকা এই ২ জন পলাতক ছিলেন
উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ২ ধৃতের নাম শেখ আসলাম ও সুজিত দাস। এর আগে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। মোট ৪৩ জনের নামে FIR দায়ের হয়। 'উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরোধের জেরে এই ঘটনা,' এমনটাই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Kolkata News Live: ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু

ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ৩ জনের দেহ। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল
মৃত ১ গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। কী কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ।

Calcutta High Court Live: ''আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়''

''আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়।'' মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায়, এভাবেই রাজ্য়ের সরকারি স্বাস্থ্য় ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। রাজ্য় সরকারকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বললেন, ''মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাই তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।''

Kolkata Crime News: রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ

রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মহিলার অভিযোগ ছিল, তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।

Howrah News Live: বাঁকড়ার পর এবার আমতা, হাওড়ায় ফের কারখানায় আগুন

বাঁকড়ার পর এবার আমতা। হাওড়ায় ফের কারখানায় আগুন। গতকাল গভীর রাতে  আমতার নতুন রাস্তার মোড়ের কাছে প্লাস্টিক পাইপ তৈরির কারখানায় আগুন লাগে। প্রচুর প্লাস্টিকের পাইপ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। দাউদাউ করে তা জ্বলতে থাকে। দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লাগে। গত ৭ ফেব্রুয়ারি বাঁকড়ায় আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছিল চটের বস্তা তৈরির কারখানা। তার ২ সপ্তাহের মধ্যে হাওড়ায় আবার কারখানায় অগ্নিকাণ্ড।

Suvendu Adhikari Live News: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল সরকারপক্ষ

সোমবার বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য় সাসপেন্ড করা হয়েছিল। এবার শুভেন্দু
অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল সরকারপক্ষ। অধ্য়ক্ষ জানিয়েছেন, এ ব্য়াপারে প্রিভিলেজ কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা!

West Bengal: প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের আগে রাজ্য় রাজনীতি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে? 

একজন বলছেন, এখানে হিন্দু ধর্ম ধ্বংসের দিকে যাচ্ছে। আরেকজন পাল্টা বলছেন, উনি কবে থেকে হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? বিধানসভার ভিতরে এবং বাইরে, মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেই পরস্পরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন। প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের আগে রাজ্য় রাজনীতি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে? 

West Bengal News Live: বিধানসভায় বেনজির সংঘাত

বিধানসভায় বেনজির সংঘাত। ভিতরে মুখ্য়মন্ত্রী। বাইরে বিরোধী দলনেতা। আর দু'জনেরই বক্তব্য়ের সিংহভাগ জুড়ে রইল যা, তা হল--- ধর্ম এবং হিন্দু, মুসলমান। রাজ্য়ের কয়েকটি জায়গায় পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে, তা নিয়েও পরস্পরকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live: 'শুভেন্দুর বিরুদ্ধে মোদিকে নালিশ'

জঙ্গি যোগের অভিযোগে শুভেন্দুর আক্রমণ, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার। প্রমাণ করতে পারলে পদত্যাগের হুঙ্কার। নালিশ করব প্রধানমন্ত্রীকে, হুঁশিয়ারি মমতার।

Mamata Banerjee News Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।

প্রেক্ষাপট

১। জঙ্গি যোগের অভিযোগে শুভেন্দুর আক্রমণ, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার। প্রমাণ করতে পারলে পদত্যাগের হুঙ্কার।


২। সন্ত্রাস-যোগের অভিযোগে মোদির পাল্টা মমতার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিচ্ছেন শুভেন্দু।

৩। সংখ্যালঘুরা পথে নামলে সামলাতে পারবেন তো? তোষণের রাজনীতি নিয়ে মমতার হুঁশিয়ারি। হুমকি দিচ্ছেন, কোর্টকে জানাব, কিছু বলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী, পাল্টা শুভেন্দু। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ বিজেপি নেতা কৌস্তভের। মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ক্লিপ সিভি আনন্দ বোসকে ইমেল।

৪। জঙ্গি-যোগের অভিযোগে শুভেন্দুর আক্রমণ। সাসপেনশনের পর এবার স্বাধীকার ভঙ্গের নোটিস। 

৫। বিরোধী দলনেতার মন্তব্যে সাম্প্রদায়িক উস্কানি দেখছেন স্পিকার। 

৬। ধর্ম নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী বেনজির সংঘাত। গেটের বাইরে বিজেপি বিধায়কদের ধর্না, বিধানসভায় পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী।


৭। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ বিজেপির, পাল্টা মুখ্যমন্ত্রী। 

৮। বিধানসভায় ভাঙচুর নিয়ে বিজেপির আক্রমণ, জবাব মুখ্যমন্ত্রীর। 

৯। বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন, বিরোধীদের চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। কর্মচারী বিরোধী সরকার। একটাও চাকরি দিতে পারেননি, পাল্টা শুভেন্দু।

১০। মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-বিতর্ক। কোনও গলদ ছিল না, বলে দাবি মুখ্যমন্ত্রীর। 

১১। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণে মুখ্যমন্ত্রী। ওখানে গিয়েও কেন সম্মানজনকভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন না? প্রশ্ন মমতার।

১২। জীবনতলায় বিজেপি কর্মীদের উপর হামলা। ভিডিও পোস্ট করে সওকতকে নিশানা শুভেনদুর। 

১৩। বড়তলা থানা এলাকায় পথশিশুকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টা। ৭৮দিনের মধ্যে পকসো আইনে দোষী সাব্যস্তর ফাঁসির সাজা। বিরলের মধ্যে বিরলতম, বললেন বিচারক।

১৪। চড়িয়ালে ট্রাফিক সামলানোর সময় সিভিক ভলান্টিয়ারকে ধারাল অস্ত্রের কোপ! ব্যাগ থেকে অস্ত্র বের করে প্রকাশ্যে হামলা! কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

১৫। এখনও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কে সেন্ট্রাল অ্যাভনিউয়ের বাড়ি ছাড়লেন অসুস্থ বৃদ্ধা। পুলিশের উপস্থিতিতেই অ্যাম্বুল্যান্সে আত্মীয়ের বাড়ি নিয়ে গেলেন মেয়ে।

১৬। দমদম বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুঠ, এখনও অধরা দুষকৃতীরা। সিসি ক্যামেরাবন্দি হেলমেট পরা ডাকাতদলের ছবি। 



১৭। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার রিজেন্ট পার্ক। থানার কাছেই দুষ্কৃতী তাণ্ডব! ফ্ল্যাটে ঢুকতেই মহিলার উপর হামলা। গলায় ছুরি ঠেকিয়ে লুঠ! 

১৮। কলকাতা-সহ শহরতলিতে ছেয়ে গেছে বেআইনি অস্ত্র, কার্তুজ। নেপথ্যে আন্তঃরাজ্য সিন্ডিকেট। কোর্টে জানাল STF। নজরে বন্দুকের আরও একটি দোকান।

১৯। শাটারের তলা দিয়ে বেরোচ্ছে হাত-পা! সাতসকালে বিবাদী বাগে হোমিওপ্যাথি ওষুধের দোকানে হুলস্থুল। পুলিশে এসে উদ্ধার করল আগন্তুককে।

২০। দত্তপুকুর হত্যাকাণ্ডে অবশেষে কাটা মাথার হদিশ। ১৫ দিন পর মিলল বামনগাছির পুকুরে। কোথায় খুনে ব্যবহৃত অস্ত্র, নিহতের মোবাইল, খোঁজ চালাচ্ছে পুলিশ।

২১। মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী! আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়! মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসিত রাজ্য।

২২। বেহাল স্বাস্থ্য, স্বাস্থ্য সচিবের বয়ানে সন্তুষ্ট নয় হাইকোর্ট। রাজনৈতিক ইচ্ছেয় কাজ, ভক্তি ছাড়া রথ টানা মুশকিল, দায়িত্ব মনে করিয়ে কড়া বার্তা প্রধান বিচারপতির।

২৩। হাসপাতাল তৈরি না হলে বেসরকারি হাসপাতালে যেতে হবেই। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের বেহাল দশায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। তুললেন চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার প্রসঙ্গ।

২৪। দুর্গাপুরের তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগ। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও তাঁর ছেল। প্রায় ২ লক্ষ টাকা মোবাইল কিনে টাকা না মেটানোর অভিযোগ। 

২৫। নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI মামলাতেও হাইকোর্টে কালীঘাটের কাকুর জামিন। মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন। থাকতে হবে বেহালার বাড়িতে। ফোনে নজর রাখবে CBI।

২৬। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০। প্ল্যাটফর্ম বদলের ঘোষণার পরই হুড়োহুড়ি। রেলের দায় এড়ালেও রিপোর্টে দাবি RPF-এর।

২৭। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে ইউনূস। ফের হুঙ্কার হাসিনার। 

২৮। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন-আতঙ্ক। হাসপাতালের পাশে আবর্জনা স্তূপে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড। রোগীদের শ্বাসকষ্ট। হাসপাতালে আগুন-আতঙ্ক।

২৯। নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ভুবনেশ্বর কেআইআইটি। কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাসের সামনেও বিক্ষোভ। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়ল ওড়িশা সরকার।

৩০। পাটনায় ভর দুপুরে এনকাউন্টার। দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই। কাঁকরবাগে বাড়ি ঘিরে এসটিএফের অভিযান।
পাটনায় এনকাউন্টার।

৩১। কেমন চলছে মাধ্যমিক, খতিয়ে দেখছে ভবানীপুরের স্কুলে মুখ্যমন্ত্রী।

৩২। ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম-খড়গপুর। ভাঙল বাড়ি, উপড়ে গেল গাছ, ক্ষতি ফসলের। খড়গপুরে গাছ পড়ায় এক ঘণ্টা আটকে রইল করমন্ডল এক্সপ্রেস। ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.