সৌমিত্র রায়, কলকাতা : ফের গঙ্গোপাধ্যায় পরিবারে করোনার থাবার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্দরমহলে ঢুকে পড়ল ভাইরাস। কোভিড আক্রান্ত সৌরভের ( Sourav Ganguly ) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly ) । সূত্রের খবর, তিনি বাড়িতেই থাকেন। ইদানীং বাড়ির বাইরেও বের হননি। সম্প্রতি জ্বর, সর্দি, কাশি , অস্বস্তি হলে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।

অধুনা উডল্যান্ড হাসপাতালেই ( Woodlands Hospital  )ভর্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। জানা গিয়েছে, সর্দি কাশি ছাড়া তাঁর আর কোনও অসুস্থতা নেই। তিনি হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর  (Dr Saptarshi Basu ) অধীনে চিকিৎসাধীন।  আরও পড়ুন : 

এই সময়ের পরই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎই বাড়ে মারাত্মকভাবে !

আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভের মা এর আগেও একবার করোনা আক্রান্ত হন তিনি। করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে গতবছর সেপ্টেম্বর মাসে ভর্তি করা হয় তাঁকে।  মৃদু উপসর্গ থাকায় সেবারও তাঁকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিত্সক সপ্তর্ষি বসুর নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয় গতবছর।  ভ্যাকসিনের দুটি টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। এর আগে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ২০২১ সালের শেষে  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। আবারও করোনা ঢুকে পড়ল গঙ্গোপাধ্যায় পরিবারে।  

হু হু করে বাড়ছে সংক্রমণদেশজুড়ে করোনা সংক্রমণ যে বাড়ছে, তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানেই স্পষ্ট। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়।  প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। খুব বেশি মাত্রায় জ্বর, পেট খারাপ, কাশি, গলা খুশখুশ, মাথা ব্যথা, গা-হাতে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। যা  অনেকটাই ডেঙ্গি ও ফ্লুয়ের মতো উপসর্গ। তবে, যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট, বমি, ভুল বকা, অজ্ঞান হয়ে যাওয়া।