কলকাতা: রাজ্যে (West Bengal) ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে স্বাস্থ্য সচিব। করোনা আক্রান্তদের তথ্য নিয়মিত দেওয়ার জন্য নির্দেশ। হাসপাতালে করোনা আক্রান্তরা কেমন আছেন? জানতে কমিটি গঠন। বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ‘প্রিকশনারি ডোজ’ মজুত রাখতে নির্দেশ। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের বুস্টার ডোজ মজুত রাখারও নির্দেশ।
অন্যদিকে, রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড (Covid) সংক্রমণ ঊর্ধ্বমুখী। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, বসিরহাটে বাড়ছে সংক্রমণ। বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। এখানে সংক্রমণের হার ১.১৬ শতাংশ। তারপর সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায়। চলতি বছরে স্বাস্থ্য দফতরের তৃতীয় সেন্টিনেল সার্ভেতে মিলল তথ্য।
এদিকে,দেশে করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। পাশাপাশি, সূত্রের খবর, রাজ্যের ৫ স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হারও বাড়ছে বলে তৃতীয় সেন্টিনাল সার্ভেল্যান্স রিপোর্টে উঠে এসেছে। করোনা আক্রান্ত হয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। সব মিলিয়ে করোনা চিত্র রীতিমতো উদ্বেগের।
আরও পড়ুন, ভারতে এবার 'অত্যন্ত সংক্রামক' নরোভাইরাসের হানা! আক্রান্ত দুই পড়ুয়া
দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৮১ হাজার ৩৩৫।