সৌভিক মজুমদার, কলকাতা: ১০০ দিনের কাজ নিয়ে বারবার অভিযোগ জানিয়েছিল বিজেপি। এই নিয়ে আদালতে মামলাও দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরব হলেন বিরোধী দলনেতা।


কোন রিপোর্ট নিয়ে অভিযোগ:
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুর। আজ হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেন তিনি।


আগামী সোমবার ফের এই মামলায় শুনানি।



গ্রাম বাংলায় দারিদ্রসীমার নীচে থাকা বাসিন্দাদের, আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের নিশ্চিত আয়ের অন্যতম উৎস একশো দিনের প্রকল্প। তৃণমূল সরকার, সবসময়েই এই প্রকল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছে। ১০০ দিনের প্রকল্পের কাজের নিরিখে দেশের মধ্যে প্রথম বাংলা, এমনও হয়েছে। এবার সেই প্রকল্প নিয়েই উঠল দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলা, গরুপাচার মামলা নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম।  সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ঠিক তার আগে ১০০ দিনের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। গ্রাম বাংলায় আয়ের অন্যতম উৎস এই প্রকল্প। ফলে পঞ্চায়েত ভোটের আগেই সেই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। 


বরাদ্দ নিয়ে তরজা: 
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব রাজ্যের শাসক দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার এই নিয়ে সরব হয়েছেন। যে যে প্রকল্পের জন্য প্রাপ্য টাকা মিলছে না বলে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে অন্যতম ১০০ দিনের প্রকল্প। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হন তিনি। ওই সভায় তিনি বলেন, 'ভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য (West Bengal) থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।'  


এই অভিযোগ সবসময়েই উড়িয়ে দিয়েছে বিজেপি। এবার ওই প্রকল্প নিয়েই আদালতে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা।


আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব