কলকাতা: কাশীপুরে (Cossipore) বিজেপি (BJP) যুব নেতার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হওয়ার পর মৃতের বাড়ির সামনে বসানো হল সিসি ক্যামেরা (CCTV Camera)। বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। পাশাপাশি, কাশীপুরে রেল কোয়ার্টারের (Cossipore Railway Quarters) যে পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়েছে।
বিজেপি নেতার মৃত্যু: গতকাল বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। ঠিক সেই সময় বিজেপির যুব নেতার রহস্যজনক মৃত্যু। খুন? না আত্মহত্যা? এই প্রশ্নের উত্তর ঘিরে চরমে বাগযুদ্ধ। বিজেপির যুব মোর্চার মৃত নেতার নাম অর্জুন চৌরাসিয়া। তিনি কাশীপুর-বেলগাছিয়া এলাকার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ছিলেন। মৃতের পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরেন অর্জুন চৌরাসিয়া। কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে অর্জুনের আর কোনও খোঁজ মেলেনি। শুক্রবার সকালে বাড়ি থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে কাশীপুর রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অর্জুনের মৃতদেহ। বিজেপি ও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই অর্জুন চৌরাসিয়াকে খুন করেছে তৃণমূল।
মৃত যুব নেতার দেহের ময়নাতদন্ত: ছাত্রনেতা আনিস খানের পর বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়া। আরও এক তরতাজা তরুণের রহস্যমৃত্যুতে ইনসাফের অপেক্ষায় পরিবার। আদালতের নির্দেশে কাশীপুরে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হবে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে। সকাল ৬টা নাগাদ আরজি কর হাসপাতাল থেকে বের হয় শববাহী গাড়ি। শ্যামবাজার, শিয়ালদা, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট, মেয়ো রোড হয়ে রেড রোড ধরে আলিপুর কম্যান্ড হাসপাতালে পৌঁছয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শববাহী কনভয়ে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। কম্যান্ড হাসপাতাল সূত্রে খবর, পৌনে ৯টা নাগাদ শুরু হবে ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেট ও পরিবারের উপস্থিতিতে আনুমানিক ৩ ঘণ্টা ধরে ময়নাতদন্ত চলবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।
আরও পড়ুন: Kunal Ghosh Update: কাশীপুরের কুম্ভীরাশ্রু সৌরভের বাড়িতে গিয়ে মুছলেন বিজেপি নেতৃত্ব! কটাক্ষ কুণালের