প্রকাশ সিনহা, কলকাতা : রেসের মাঠে ঘোড়া ছুটিয়ে, হতে চেয়েছিলেন লম্বা রেসের ঘোড়া। কিন্তু ক্রমেই আরও বিপাকে পড়ছেন, আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের (International Call Centre Fraud) মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত কুণাল গুপ্ত। তাঁর বিরুদ্ধে রেসের মাঠে প্রতারণার টাকা খাটানোর মতো বিস্ফোরক অভিযোগ তুলল ইডি (ED)।


১ হাজার কোটি টাকার প্রতারণার মামলায় তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডির আইনজীবী দাবি করলেন, সারা দেশে যেখানে যত রেসকোর্স আছে, সেখানে ঘোড়া কিনেছিলেন কুণাল গুপ্ত। ইডি সূত্রের দাবি, এক একটি ঘোড়ার দাম ৮ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত। মোট ৩৫ টি ঘোড়া তিনি কিনেছিলেন বলেই আদালতে দাবি করেছে ইডি।  অভিযুক্তের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী আরও দাবি করেন, কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। কলকাতা ও গোয়াতেই শুধু নয়, দুবাইয়েও সম্পত্তি রয়েছে কুণাল গুপ্তের। তাঁকে জামিন দেওয়া হলে, দুবাইয়ে পালিয়ে যাবেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ইডির তরফে।


বিচারককে (Justice) ইডির আইনজীবী বলেন, এমন তথ্য আছে, চমকে উঠবেন। কেস ডায়েরি দেখুন। এরপর তদন্তকারী অফিসার বিচারকের হাতে কেস ডায়েরি তুলে দেন। তা দেখার পরে, কুণাল গুপ্তকে ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


এর আগে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা মামলায় পুলিশ (Police) ও CID-র হাতে গ্রেফতার হয়েছিলেন কুণাল গুপ্ত। পরে প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এজেন্সি সূত্রের দাবি, ২০০৫-এ কলকাতায় আন্তর্জাতিক কলসেন্টার প্রতারণা চক্রের কারবার শুরু হয় এই ব্যক্তির হাত ধরেই।                              


এই ঘটনার পর্দাফাঁসের পরে, প্রায় ১ হাজার কোটি টাকার সাইবার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্ত দুবাইয়ে গা ঢাকা দেন। কুণাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করে ইডি। এবার সেই কুণালই ইডির নজরে। আগামীদিনে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা মামলায় নতুন কী তথ্য বেরিয়ে আসে, এখন সেটাই দেখার।                  


আরও পড়ুন- টাকা নিয়ে এসএসকেএমে ভর্তি! এনআরএস হাসপাতাল থেকে পাকড়াও ৪ দালাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial