বাচ্চু দাস, শিলিগুড়ি : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তৃতীয় ঢেউয়ের আঘাত অব্যাহত। বিভিন্ন হাসপাতালের পরিস্থিতির উন্নতি হলেও, ক্রমশই খারাপ হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) অবস্থা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়েই চলেছে বলে সূত্রের খবর। গত ২৪ ঘণ্টায় ৪১ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। এর আগে এখানে পড়ুয়া ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৬৬ জন সংক্রমিত হয়েছিলেন।


যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ক্রমশই এই সংখ্যা বাড়লেও পরিষেবা এখনও বন্ধ হয়নি। এভাবে চলতে থাকলে আগামী দিনে পরিষেবা সচল রাখার জন্য যতটুক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি রাখার চেষ্টা করা হবে।


শিলিগুড়ি হাসপাতালের (Siliguri Hospital) অবস্থাও তথৈবচ। কারণ, এখানে ১২ জন চিকিৎসক ও ১৭ জন নার্স করোনা সংক্রমিত বলে খবর। 


আরও পড়ুন ; কিছুটা স্বস্তি সংক্রমণে, রাজ্যে করোনায় মৃত্যু-পজিটিভিটি রেটে সঙ্গী উদ্বেগ


দিনকয়েক আগে কলকাতায় একের পর হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সংক্রমিত হন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শতাধিক চিকিত্‍সক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন।  তাঁদের মধ্যে এক তৃতীয়াংশের চিকিত্‍সা চলে মেডিক্যাল কলেজেই। বাকিরা ছিলেন আইসোলেশনে। এনআরআস হাসপাতাল, আর জি কর-এ আক্রান্তর সংখ্যাও ছিল শতাধিক। কলকাতা মেডিক্যালে সংক্রমিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২৫০ পার করে যায়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে আক্রান্তও প্রায় ২০০-র কাছাকাছি ছিল। 


জেলাতেও অনেক জায়গায় একই ছবি দেখা যায়। বারুইপুর হাসপাতালের ৩ চিকিত্‍সক ও ৭ জন নার্স করোনা আক্রান্ত হন। ঝাড়গ্রামের জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সহ একাধিক চিকিৎসক আক্রান্ত হন। এর জেরে রাজ্যজুড়ে বিশাল সঙ্কটে পড়ে চিকিৎসা ব্যবস্থা।


প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত একলাফে কমেছে ৬ হাজার। সোমবার (১৭ জানুয়ারি) প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজার ৩৮৫জন, ৩৩জনের মৃত্যু হয়। আর এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate) ২৬ শতাংশ। রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা (Kolkata)। কলকাতায় একদিনে করোনায় ৭জনের মৃত্যু।