খড়গপুর(পশ্চিম মেদিনীপুর) : আইআইটি-র(IIT) কর্মসংস্থানের ইতিহাসে কার্যত রেকর্ড খড়গপুরের। প্রায় ১৬০০ চাকরির অফার এসেছে দেশের অন্যতম এই খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কাছে। যার সর্বোচ্চ সিটিসি বছরে ২.৪ কোটি টাকা। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ৩৫টি-র বেশি কাজের সুযোগও এসেছে এই প্রতিষ্ঠানের ছাত্রদের কাছে। চলতি বছরে প্লেসমেন্টে যোগ দেয় ২৪৫টির বেশি সংস্থা। যার হাত ধরে এই মাইলফলক খড়গপুর(Kharagpur) আইআইটি-র।


খড়গপুর আইআইটি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই জন ছাত্র বছরে ২ কোটি টাকার বেতন অফার পেয়েছেন। ২১ জনের বেশি ছাত্রকে অফার করা হয়েছে বছরে এক কোটি টাকা মতো। গত ১১ ডিসেম্বর আইআইটি-তে প্রথম দফার প্লেসমেন্ট হয়। প্লেসমেন্টের দ্বিতীয় দফা পরিচালিত হবে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।


খড়গপুর আই আই টি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই জন ছাত্র বছরে ২ কোটি টাকার পেয়েছেন। ২১ জনের বেশি ছাত্রকে অফার করা হয়েছে বছরে এক কোটি টাকা মতো। গত ১১ ডিসেম্বর আইআইটি-তে প্রথম দফার প্লেসমেন্ট হয়। প্লেসমেন্টের দ্বিতীয় দফা পরিচালিত হবে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।


আরও পড়ুন ; টুইটারের CEO হলেন IIT Bombay-এর প্রাক্তনী পরাগ আগরওয়াল


খড়গপুর আইআইটি-র কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ২৭৬টি প্রি-প্লেসমেন্ট অফার পায়। যেখানে ছাত্রদের আট সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। ৩০টির বেশি সংস্থা প্রথম দিনের প্লেসমেন্ট যোগ দেয়। ফাইনাল ইয়ারের ছাত্রদের ১৩০-এর বেশি প্লেসমেন্ট অফার করা হয়। সপ্তম দিনে প্লেসমেন্টে যোগ দেন ১৫০০-র বেশি ছাত্র। যা গত সব বছরের রেকর্ড ভেঙে দেয়।


ছাত্ররা ২২টি অফার পান যার মধ্য়ে সিটিসি রেঞ্জ ০.৯-২.৪ কোটি টাকা। যার মধ্যে ১০টির বেশি অফার এসেছে ঘরোয়া সংস্থাগুলির থেকে। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরের অফার এসেছে ৩৫টির বেশি। এই মরসুমে প্লেসমেন্টে যোগ দেয় ২৪৫টির বেশি সংস্থা।


Education Loan Information:

Calculate Education Loan EMI