ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার,  অনির্বাণ বিশ্বাস : নিজের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে করোনা ভাইরাস ( coronavirus) । ফলে বাড়ছে আতঙ্ক। এবার পুরোদমে দেশে আছেড়ে পড়ল চতুর্থ ঢেউ? 


২০১৯’এর শেষে, চিন থেকেই প্রথম শোনা গিয়েছিল, করোনা, অতিমারি, লকডাউনের (Lockdown) মতো ভয়ঙ্কর শব্দগুলো। তার ঠিক মাস তিনেকের মধ্যেই, ২০২০’র শুরুর দিকে, ভারতে আছড়ে পড়ে মারণ করোনার ঢেউ।  প্রথম ঢেউয়ের মূলে ছিল ভ্যারিয়েন্ট আলফা, এরপর দেশকে ছারখার করে দিয়ে গেছে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ। 


মূলত ডেল্টা ও ওমিক্রনের দাপটে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে করোনা। মৃত্যুমিছিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে দেশবাসী! এখানেই থেমে নেই। নিজের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসে করোনা ভাইরাস। 


আরও পড়ুন :
কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার থাবা, নতুন করে আক্রান্ত ১০ পড়ুয়া


ডেল্টা থেকে ডেন্টা প্লাস, ডেল্টাক্রন। কাপ্পা থেকে IHU, এই স্ট্রেনগুলির হাত ধরে নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ।  


সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী মনে করছেন, '  আরো বাড়বে করোনা। দৈনিক বৃদ্ধি এখন থেকে দ্বিগুণ হতে পারে। পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।  প্রবীণদের সতর্ক থাকতে হবে। vaccination করাতে হবে আরও উদ্যোগী হয়ে । '' 


 চিকিত্‍সক কাজলকৃষ্ণ বণিক জানালেন, ' যে ভ্যারিয়েন্টটা আসছে, সেটা চরিত্র বদলে শক্তিশালী হচ্ছে, নাকি মৃদু হয়ে আসছে, সেটা তো জানি না। তাই সতর্ক থাকতেই হবে।' 


সম্প্রতি, রাজ্যে এক করোনা আক্রান্তের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ!  তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতির সংক্রমণে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। 


চিকিৎসক অজয় সরকার যদিও মনে করছেন, নতুন ভ্যারিয়েন্ট খুব বেশি ক্ষতি করছে না।


তবে, চিকিত্সকরা বলছেন, প্রবীণ ও যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সবসময় সতর্ক থাকতে হবে। প্রতিদিনের জীবনযাপনে ফিরিয়ে আনতে হবে করোনাবিধি! বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনও ঢিলেমি নয়। কারণ অসতর্ক হলেই ফের দেখা দিতে পারে বিপদ।