কলকাতা: আগামী ২২ জানুয়ারি রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Election)। চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় ভোট আপাতত। ওই চার কেন্দ্রের ভোটগণনা ২৫ জানুয়ারি (Vote Counting)। হাওড়া (Howrah) নিয়ে এখনও অবস্থান ঘোষণা করেনি রাজ্য সরকার। তাই হাওড়া পুরসভার ভোট নিয়ে পরে সিদ্ধান্ত। সোমবার চার পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। 


কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই বকেয়া পুরসভার নির্বাচন সেরে ফেলার দাবি উঠছিল। সেই পরিস্থিতিতে সোমবার সর্বদলীয় বৈঠক করে কমিশন। বৈঠক শেষে চার পুরসভার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়। কমিশন জানায়, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে নির্বাচন। 


চার পুরসভায় ভোটের জন্য মঙ্গলবার থেকে মনোনয়নপত্র (Election Nomination) জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। সোমবার নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। ভোটের দিন সব বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো যায়, তা নিয়েও বিশদে আলোচনা হবে।



আরও পড়ুন: Howrah Municiaplity Vote: কবে ভোট হাওড়া পুরসভায়? জারি অনিশ্চয়তা


তবে চার পুরসভার নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলেও, হাওড়া নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। হাওড়া-বালি পুরসভা নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত জারি।  বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করতে বদ্ধপরিকর রাজ্য। রাজ্যপাল তাতে সম্মতি জানিয়েছেন বলে সম্প্রতি জানানো হয় নবান্নর তরফে। কিন্তু রাজ্যপালের দাবি, তিনি কোনও বিলে স্বাক্ষর করেননি। তা নিয়ে দু'তরফে টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে কমিশন জানিয়েছে, হাওড়া নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি রাজ্য সরকার। তাই হাওড়া পুরভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি আপাতত। পরে যথাসময়ে ঘোষণা হবে।