মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এতদিন গল্পের গরুকে গাছে উঠতে শুনেছিল সবাই। কিন্তু বাস্তবের গরুকে উঠতে দেখা গেল টিনের চালে। অভূতপূর্ব এই ঘটনার ভাইরাল ভিডিও (Cow Viral Video) দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়াতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুর্গাপুরের এমএ এমসি এলাকায় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ি দিয়ে দোতলা হয়ে প্রথমে ব্যালকনি পর্যন্ত উঠে যায় গরুটি। তারপর দরজা খোলা থাকায় সে সোজা গাড়ির গ্যারেজের টিনের পৌঁছে যায়। এই দৃশ্য দেখে কৌতূহল আরও বাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে এলাকাবাসী এবং বাড়ির মালিক কোনও রকমে যেখান দিয়ে গরুটি ওপরে উঠেছিল সেখান দিয়েই তাকে উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসেন।পরে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নিমিষে ভাইরাল হয়েছে। যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গরু গাড়ির গ্যারাজের টিনের চালে উঠে ওপর থেকে নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনকে দেখছে। তারপর আচমকা একসময় টিনের চালে একদম ধারে চলে আসে। বিষয়টি দেখতে পেয়ে তাকে একটি লাঠি নিয়ে তাড়া দেয় এক ব্যক্তি। তখন গরুটি ফের ছাদের ভেতরের দিকে চলে যায়। নিচে ততক্ষণে জমে গেছেন প্রচুর মানুষ। তাঁরা ঘটনাটি দেখে হাসাহাসি করার পাশাপাশি গরুটি কার সে সম্পর্কে খোঁজখবর করার পাশাপাশি অবলা ওই পশুটিকে কী করে নিরাপদে নিচে নামানো হবে তা নিয়ে আলোচনা শুরু করেন। দু-তিনটি কুকুরকেও নিচে থেকে দাঁড়িয়ে টিনের চালে থাকা গরুটিকে দেখে চিৎকার করতে দেখা যায়। পরিস্থিতি দেখে আরও চালের আর ভিতরের দিকে দোতলার দেওয়ালের দিকে সরে যায় গরুটি। এই সময়ে কেউ কেউ গরুটিকে নামানোর জন্য দমকলকে খবর দেওয়ার পরামর্শও দেন। যদি শেষ পর্যন্ত তার আর দরকার হয়নি। বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারাই গরুটিকে নামিয়ে নিয়ে আসেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরকারের বিষ-নজরে! ২০ বছরের কারাদণ্ড শিক্ষকের