প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে সিবিআই (CBI)। সিবিআইয়ের চার্জশিটে নাম ওঠার পর, গরুপাচার মামলায় আসানসোলের (Asansol) সিবিআই স্পেশাল কোর্ট (cbi Special Court) আবদুল লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি লতিফ । সূত্রের খবর, তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। ফেরার ঘোষণা করার পরও যদি আব্দুল লতিফ হাজিরা না দেন, আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই ।
ফেরার আব্দুল? গরুপাচার মামলায় আব্দুল লতিফকে (Abdul Latif) এবার ফেরার ঘোষণা করতে চলেছে সিবিআই (CBI) । সূত্রের খবর, এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ফেরার ঘোষণা করার পরও যদি লতিফ হাজিরা না দেন, আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই ।
তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গরুপাচার মামলার কিংপিন, শেখ আবদুল লতিফের সম্পর্কে আগেই আদালতে এই দাবি করেছিল সিবিআই । অথচ, শনিবার, শক্তিগড় শ্য়ুটআউটের সময় কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে গাড়ির ভিতরেই ছিলেন সেই আবদুল লতিফ! এবার আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে চলেছে CBI. সূত্রের খবর, এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
গরুপাচার মামলায় চার্জশিটে নাম ওঠার পর, আবদুল লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ, কোনওটাই করেননি লতিফ।
এ দিকে, গরুপাচার মামলায় বুধবার তাঁকে দিল্লিতে তলব করেছিল ED । ED সূত্রে খবর, কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী (Cow Smuggling Case Accused)। শারীরিক অসুস্থতার কারণে যিনি ইডির হাজিরা এড়িয়েছেন, সেই লতিফকেই দু’দিন পর শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় ঘটনাস্থলে যায়। লতিফ গাড়ির ভিতর ছিলেন বলে দাবি করেন, তাঁর ড্রাইভার। সূত্রের খবর, ফেরার ঘোষণা করার পরও, আবদুল লতিফ যদি হাজিরা না দেন, সেক্ষেত্রে আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই।
আরও পড়ুন: West Midnapore: একাধিক দাবিতে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ, রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান