বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ৮ ঘণ্টা পর দিল্লির ইডি (ED) দফতর থেকে বেরোলেন দেব (Dev)। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে কী বললেন ঘাটালেন তৃণমূল সাংসদ? কোন ইস্যুতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল? প্রশ্নের উত্তরে দেব জানান, “ ইডির একটা প্রসিডিওর আছে আমার না বলাটাই ভাল।’’ এদিন দেব জানিয়েছেন, যা যা প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছিল, তা তিনি দিয়েছেন।                     


ইডি দফতরে হাজিরা দেবের: এদিন সকাল ১০.৪৫ নাগাদ ইডি দফতরে পৌঁছন দেব। এর আগে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করেছিল তারা। সকাল ১১টা থেকে ঘাটালের তৃণমূল সাংসদকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। গরুপাচার মামলায় এনামুল যোগে দেবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।                                           


এ নিয়ে তিনবার কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করল ঘাটালের তৃণমূল সাংসদকে। ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় প্রথমবার দেবকে তলব করে CBI। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একই বছরের ২২ জুন, দেবকে দিল্লিতে তলব করে ইডি।  এর প্রায় এক বছর আট মাসের মাথায় দেবকে বুধবার ফের জিজ্ঞাসাবাদ করল ইডি। 


কী বললেন দেব?


এদিন ইডি দফতরে ঢোকার আগে দেব বলেন, ' আমি দু'বছর আগে যখন গেছিলাম, তখনও বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব এবং আমি সেটাই অনুসরণ করছি। আমি শ্যুটিং বাতিল করে এসেছি। যতরকমভাবে সহযোগিতা করা যায়, ততবারই সহযোগিতা করব।' জিজ্ঞাসাবাজ পর্ব শেষে ঘাটালের তৃণমূল সাংসদ বলেন, "আমার মনে হয় সেটা, ED যদি জানান তারা যেভাবে জানান সেভাবে জানালেই ভাল হয়। আমি তো হাসিমুখে গেছি, হাসিমুখে ফিরেছি। আর কী চাই।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পডুন: Purulia News: আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল অভিযুক্ত OC-কে