সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ায় (Purulia) আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লোজ করা হল পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ-কে (OC Close)।


মারধরের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে: শেখ শাহজাহান (Seikh Shahjahan) এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে, সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) আদিবাসীদের জমি দখল এবং মারধরের অভিযোগে উত্তাল হয়েছে রাজনীতি। পুলিশের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এনিয়ে জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছে জাতীয় তফশিলি কমিশন (National Commission for Scheduled Castes) এবং জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। এনিয়ে তোলপাড়ের মধ্যেই এবার, পুরুলিয়ার কোটশিলায় আদিবাসী যুবতীকে মারধরের অভিযোগ উঠল OC-সহ পুলিশ কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্ত OC-কে ক্লোজ করা হয়েছে।


এই অবস্থায়, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এই দাবিতে পুরুলিয়ার পুলিশ সুপারের অফিস ঘেরাও করল বিজেপি (BJP Agitation)। উঠল পুলিশের বিরুদ্ধে স্লোগান। মঙ্গলবার, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো ওই যুবতীকে সঙ্গে নিয়ে কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বাড়িতে মদ তৈরি করা হয়, এই অভিযোগে রবিবার রাতে তল্লাশিতে গিয়ে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানি করেন ওসি তুফান দাঁ-সহ পুলিশকর্মীরা।


অভিযোগকারিণীর পরিবারের দাবি, প্রথমে পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। এরপর তাঁরা বিজেপি সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। মঙ্গলবার তিনি যুবতীকে সঙ্গে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। এরপরই, ক্লোজ করা হয় অভিযুক্ত ওসিকে। পুরুলিয়া সদরের সার্কেল ইনস্পেক্টর দেবাশিস সরকারকে আপাতত কোটশিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।             


পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আমার অ্যাডিশনার এসপি হেডকোয়ার্টারকে এখান থেকে পাঠাই ব্যাপারটা তদন্ত করার জন্য। এই তদন্তের সময় প্রাথমিকভাবে যখন একটা ঘটনা জানতে পারি, সঙ্গে সঙ্গে ওসি কোটশিলাকে আমরা ওখান থেকে অপসারিত করি। লাইনে ক্লোজ করি। এবং পরবর্তীকালে আজকে সন্ধেতে একটা অভিযোগ পাই। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা বিভাগীয় তদন্তও শুরু করেছি।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'মমতার অত্যাচার CPM জমানাকেও ছাপিয়ে যাচ্ছে' আক্রমণ রবিশঙ্কর প্রসাদের